AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এই নম্বরগুলি আপনার ৪ ডিজিটের পিন নয়তো? হলে এখনই বদলান, নাহলেই বড় সর্বনাশ!

Cyber Crime: যে কোনও সাইবার হামলার সবথেকে সহজ পদ্ধতি হল এই পিন ভাঙা। ৪ ডিজিটের পিন অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখার জন্যই তৈরি, কিন্তু ছোট্ট ভুলে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনি। ৪ ডিজিট পিন সেট করার সময় অনেকেই এমন পিন সেট করেন, যা সহজে মনে রাখা যায়।

এই নম্বরগুলি আপনার ৪ ডিজিটের পিন নয়তো? হলে এখনই বদলান, নাহলেই বড় সর্বনাশ!
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Updated on: May 17, 2024 | 8:19 AM
Share

নয়া দিল্লি: দিনে দিনে প্রতারণা বেড়েই চলেছে। ২০২৪ সালের প্রথম ধাপেই সাইবার প্রতারণা বেড়েছে ৩৩ শতাংশ। এমনটাই বলছে চেক পয়েন্ট সফ্টওয়্যার টেকনোলজিস লিমিটেডের রিপোর্ট। অনলাইনে প্রতারণা থেকে বাঁচতে সাইবার বিশেষজ্ঞদের তরফে নানা পরামর্শ দেওয়া হলেও, সামান্য ভুলেও সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন অনেকে। ফিশিং থেকে শুরু করে র‌্যানসমওয়্যার-বিভিন্ন পদ্ধতিতে প্রতারণা চালাচ্ছে অন্ধকারে থাকা অপরাধীরা। কারোর অ্যাকাউন্টে ঢুকে পড়ার সবথেকে সোজা পদ্ধতি কি জানেন? ৪ ডিজিট পিন ‘ব্রেক’ করা।

৪ ডিজিট পিনে ভুল- 

যে কোনও সাইবার হামলার সবথেকে সহজ পদ্ধতি হল এই পিন ভাঙা। ৪ ডিজিটের পিন অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখার জন্যই তৈরি, কিন্তু ছোট্ট ভুলে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনি। ৪ ডিজিট পিন সেট করার সময় অনেকেই এমন পিন সেট করেন, যা সহজে মনে রাখা যায়। এক্ষেত্রে ১২৩৪ যেমন রাখেন অনেকে, কেউ আবার নিজের জন্মদিন বা ফোন নম্বরের প্রথম কিংবা শেষ চারটি ডিজিট রাখেন পিন হিসাবে। আর এখানেই সবথেকে বড় ভুল হয়।

সাইবার প্রতারকরা যখন আপনার মোবাইল বা কম্পিউটারে হামলা করছে, তখন তাদের কাছে আপনার ফোন নম্বর বা জন্মতারিখ বের করা বাম হাতের খেলা। সহজেই এই তথ্য বের করে সাইবার হানা চালায় প্রতারকরা। চোখের নিমেষে ফাঁকা হয়ে যায় অ্যাকাউন্ট।

সবথেকে ব্যবহৃত ৪ ডিজিট পিন কোনগুলি?

সম্প্রতিই একটি সমীক্ষা গবেষণায় দেখা গিয়েছে, এই নম্বরগুলিই সবথেকে বেশি ব্যবহৃত হয় ৪ ডিজিট পিন হিসাবে। এগুলি হল-

১২৩৪

১১১১

০০০০

১২১২

৭৭৭৭

১০০৪

২০০০

৪৪৪৪

২২২২

৬৯৬৯

উল্লেখিত নম্বরগুলির মধ্যে যদি কোনওটি আপনার কোনও অ্যাকাউন্টের পিন হয়, তবে অবশ্যই তা বদল করুন। নাহলে যেকোনও দিন প্রতারণার শিকার হতে পারেন।

প্রতারণা থেকে বাঁচতে কী করবেন?

সাইবার বিশেষজ্ঞরা বলেন, যে কোনও ব্যক্তিগত অ্যাকাউন্ট, তা সোশ্যাল মিডিয়া হোক বা কোনও অ্যাপের পাসওয়ার্ড, নিজের জন্মতারিখ, সাল, ফোন নম্বর কখনওই পিন হিসাবে সেট করবেন না।