AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nifty 50 Records: ৩ দিনের মন্দা কাটিয়ে রেকর্ডের দিকে ছুটছে সূচক! নেপথ্যে কী কারণ, আগামীতে কী হবে?

Indian Stock Market: আজকের এই লাফের ফলে বিনিয়োগকারীদের প্রায় ৫ লক্ষ ৫০ হাজার কোটি টাকার সম্পদ বৃদ্ধি পেল। কিন্তু আজ কোনও কারণে শেয়ার বাজার এমন লাফিয়ে লাফিয়ে বাড়ল? কী বলছেন বিশেষজ্ঞরা? আসলে, এই উত্থানের পিছনে রয়েছে একাধিক কারণ।

Nifty 50 Records: ৩ দিনের মন্দা কাটিয়ে রেকর্ডের দিকে ছুটছে সূচক! নেপথ্যে কী কারণ, আগামীতে কী হবে?
শেয়ার বাজার উঠছে কেন, আগামীতে কী হবে?Image Credit: Getty Images
| Updated on: Nov 26, 2025 | 5:58 PM
Share

টানা ৩ দিন পতনের ধাক্কা কাটিয়ে ২৬ নভেম্বর বুধবার রকেটের গতিতে ছুটল ভারতের শেয়ার বাজার। বাজার বন্ধের সময় ভারতের শেয়ার সূচক সেনসেক্স ১,০২২ পয়েন্ট বেড়ে পেরিয়ে গিয়েছে ৮৫,৬০০ পয়েন্ট। আর এক শেয়ার সূচক নিফটিও ৩২০ পয়েন্টের উত্থানে পেরিয়ে গিয়েছে ২৬,২০০ পয়েন্ট। আর এর ফলে, সেপ্টেম্বরে ছুঁয়ে ফেলা সর্বকালীন রেকর্ডের খুব কাছেই থামল সূচক।

আজকের এই লাফের ফলে বিনিয়োগকারীদের প্রায় ৫ লক্ষ ৫০ হাজার কোটি টাকার সম্পদ বৃদ্ধি পেল। কিন্তু আজ কোনও কারণে শেয়ার বাজার এমন লাফিয়ে লাফিয়ে বাড়ল? কী বলছেন বিশেষজ্ঞরা? আসলে, এই উত্থানের পিছনে রয়েছে একাধিক কারণ।

প্রথমত, মার্কিন ফেড রেট কাটের আশা

বাজারের এই উত্থানের পিছনে সবথেকে বড় কারণ এই একটি খবর। ডিসেম্বরেই মার্কিন ফেডারেল রিজার্ভ তাদের রেপো রেট কমাতে পারে। আর এই আশা যত বাড়ছে ততই মনে করা হচ্ছে দুর্বল হচ্ছে আমেরিকার অর্থনীতি। আর সেই কারণেই বাড়ছে ভারতে বিনিয়োগের পরিমাণ।

দ্বিতীয়ত, বৈশ্বিক বাজারে সওয়াল

ভারত ছাড়াও এশিয়ার আরও এক বড় অর্থনীতির দেশেও দেখা গিয়েছে এমন উত্থান। জাপানের শেয়ার সূচক নিক্কেই বেড়েছে প্রায় ১.৮ শতাংশ। ওয়াল স্ট্রিটের গতি ধরে রেখে বিশ্বজুড়ে বিনিয়োগের ঝুঁকি নেওয়ার প্রবণতা বেড়েছে।

তৃতীয়ত, বিদেশী বিনিয়োগকারীদের প্রত্যাবর্তন

দীর্ঘদিন পর ভারতে বিনিয়োগ শুরু করেছে বিদেশী প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। সোমবার, অর্থাৎ ২৫ নভেম্বর তাঁরা ৭৮৫ কোটি টাকার শেয়ার কিনেছেন। জিওজিৎ ইনভেস্টমেন্টসের প্রধান স্ট্র্যাটেজিস্ট ভিকে বিজয়াকুমার মনে করেন, ভারতীয় বাজারের শক্তিশালী বৃদ্ধির সম্ভাবনা দেখে বিদেশি বিনিয়োগকারীরা এবার ফিরতে শুরু করবেন।

চতুর্থত, সস্তা হল অপরিশোধিত তেল

ব্যারেল প্রতি ৬০ ডলারের কাছাকাছি ঘোরাফেরা করছে তেলের দাম। ভারত যেহেতু আমদানি নির্ভর দেশ সেই কারণে তেলের দাম কমা মানেই সেটা অর্থনীতির জন্য ভাল খবর। আর এর ফলে, দেশের বাণিজ্য ঘাটতিও কমবে।

আজ ব্যাঙ্ক থেকে রিয়েল এস্টেট, সব সেক্টরেই দেখা গিয়েছে ব্যাপক কেনাকাটা। নিফটি ব্যাঙ্ক ৫৯,৫৫৫ পয়েন্ট ছুঁয়ে নতুন রেকর্ড গড়ে ফেলেছে। বিশেষত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও এইচডিএফসি ব্যাঙ্কের মতো হেভিওয়েট স্টকগুলির উত্থান বাজারকে বিরাট একটা সাপোর্ট দিয়েছে।

এখন বাজারের চোখ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দিকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকায় ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। আরবিআই সেই ঘোষণা করলেই, রেকর্ড ভাঙার উৎসব শুরু হতে পারে ভারতীয় বাজারে।

  • কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
  • বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।