Share Market: শেয়ার বাজারে কোটি কোটি টাকা রেখে ডুবেছেন প্রচুর আমানতকারী, হুগলিতে জোর শোরগোল
Share Market: রাজ্য সরকারের ডিরেক্টরেট অফ ইকনমিক অফেন্স এর তদন্ত শুরু করে। জানা গিয়েছে প্রায় পাঁচ কোটি টাকা প্রতারণা করা হয়েছে ওই সংস্থার তরফে। সোমনাথ মুখোপাধ্যায় নামে ওই সংস্থার এক ডিরেক্টরকে গ্রেফতার করে পুলিশ।

মগরা: অল্প সময়ে স্বল্প টাকা খাটিয়ে বড় অঙ্কের লাভ ঘরে তুলতে এখন অনেকেই বর্তমানে স্টক মার্কেটের দিকে ঝুঁকছেন। বাড়ছে বিনিয়োগ। কেউ করছেন পড়াশোনা, কেউ না করেই লোকজনের কথা শুনে ঢেলে দিচ্ছেন টাকা। তাতেই বাড়ছে বিপদ। আর এখানেই সুযোগ নিচ্ছে প্রতারকের দল। শেয়ার বাজারের ব্যবসায় বড় অঙ্কের মুনাফা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এবার এমনই এক ঘটনা ঘটল হুগলির মগরাতে।
অভিযোগ, শেয়ার বাজারে টাকা খাটিয়ে তার মুনাফা দেওয়া হবে এই মর্মে প্রচুর মানুষের থেকে টাকা তোলে ইউনিক মাল্টি ট্রেড প্রাইভেট কোম্পানি নামে মগরার এক সংস্থা। অভিযোগকারীরা বলছেন, বছর খানেক আগে তাঁরা ওই সংস্থার এজেন্টদের কাছে টাকা দেওয়া শুরু করেন। কয়েক মাস টাকা ফেরতও পান। কিন্তু তারপর আর পাননি। অনেকবার বলেও কোনও কাজ হয়নি। শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন আমানতকারীরা। মগরা থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ।
রাজ্য সরকারের ডিরেক্টরেট অফ ইকনমিক অফেন্স এর তদন্ত শুরু করে। জানা গিয়েছে প্রায় পাঁচ কোটি টাকা প্রতারণা করা হয়েছে ওই সংস্থার তরফে। সোমনাথ মুখোপাধ্যায় নামে ওই সংস্থার এক ডিরেক্টরকে গ্রেফতার করে পুলিশ। এদিনই তাংকে চুঁচুড়া আদালতে তোলা হয়। কোটি টাকা যে তোলা হয়েছে তা এদিন স্বীকার করে নেন সোমনাথ। আদালতে যাওয়ার পথে তিনি বলেন, কোটি টাকা তোলা হয়েছে। তিনি একা নন এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে। তবে তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে মনে করছেন তিনি।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
