ChatGPT সাবস্ক্রিপশন ফ্রি, ৩৬৫ দিনের জন্য দিতে হবে না এক পয়সাও, নেই কোনও শর্তাবলীও!
Free ChatGPT, Open AI: আসলে ChatGPT Go সাবস্ক্রিপশন প্ল্যান নিতে এতদিন লাগত ৩৯৯ টাকা। আর সেই প্ল্যানই আগামী ১ বছর একেবারে নিখরচায় পাবেন ভারতীয়রা। বিনামূল্যের প্ল্যান ব্যবহারকারীদের জন্য এটি একটি বিরাট আপগ্রেড। কিন্তু এমন কেন করল ওপেনএআই?

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় বিরাট চমক! চ্যাটজিপিটি আপাতত আপনার জন্য একেবারে ফ্রি করে দিল ওপেনএআই। গত মঙ্গলবার সংস্থার ‘দেব ডে এক্সচেঞ্জ’ ইভেন্টের ঠিক আগেই শুধুমাত্র ভারতীয়দের জন্য এই সুবিধা চালু করল এই মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা।
আসলে ChatGPT Go সাবস্ক্রিপশন প্ল্যান নিতে এতদিন লাগত ৩৯৯ টাকা। আর সেই প্ল্যানই আগামী ১ বছর একেবারে নিখরচায় পাবেন ভারতীয়রা। কিন্তু এমন কেন করল ওপেনএআই? বিশেষজ্ঞরা বলছেন, ভারত এখন চ্যাটজিপিটির দ্বিতীয় বৃহত্তম বাজার। আর সেই বাজারে নিজেদের জমি আরও মজবুত করতেই এই অফার চলু করছে সংস্থাটি।
কী কী পাবেন এই প্ল্যানে?
বিনামূল্যের প্ল্যান ব্যবহারকারীদের জন্য এটি একটি বিরাট আপগ্রেড। এই নতুন ‘গো’ প্ল্যানটি ফ্রি প্ল্যান আর ‘প্লাস’ ভার্সনের ঠিক মাঝামাঝি জায়গায়। OpenAI-এর ভাইস প্রেসিডেন্ট নিক টার্লি নিশ্চিত করেছেন, এর ফলে আরও বেশি মানুষ উন্নত AI-এর সুবিধা নিতে পারবেন।
- শক্তিশালী GPT-5 মডেলের অ্যাক্সেস।
- ফ্রি প্ল্যানের তুলনায় ১০ গুণ বেশি মেসেজ লিমিট।
- ১০ গুণ বেশি ইমেজ জেনারেশন এবং ফাইল আপলোড করার সুবিধা।
- লম্বা মেমরি: কথোপকথনের ধারাবাহিকতা মনে রাখার ক্ষমতা দ্বিগুণ।
- অ্যাডভান্সড ডেটা অ্যানালিসিস টুল, যেমন পাইথন ব্যবহারের সুযোগ।
কীভাবে ফ্রিতে পাবেন এই প্ল্যান?
যদি আপনি এই সুবিধা নিতে চান, তবে প্রক্রিয়াটি খুবই সহজ। প্রথমে ChatGPT-তে লগইন করুন। আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে ‘Upgrade Plan’ অপশনটি বেছে নিন। সেখানে ‘Try Go’ অপশনটি দেখতে পাবেন।
বিশেষ সতর্কতা: যদিও প্ল্যানটি বিনামূল্যে, তবে অফারটি সক্রিয় করার জন্য আপনাকে একটি ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের মতো কোনও একটি পেমেন্ট অপশন যোগ করতে হবে। ১২ মাস পরে স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হবে, যদি না আপনি তার আগে সাবস্ক্রিপশন বাতিল করেন।
গো প্ল্যানে কী নেই?
মনে রাখবেন, এটি ‘প্লাস’ ভার্সন নয়। এখানে Sora ভিডিও ক্রিয়েশন বা কানেক্টর টুলস-এর মতো অ্যাডভান্সড ফিচারগুলি পাবেন না। তবে ৩০ কোটিরও বেশি ভারতীয় ব্যবহারকারীকে উন্নত AI-এর দোরগোড়ায় পৌঁছে দিতে এই পদক্ষেপ এক নতুন দিগন্ত খুলে দিল। ফলে, আগামী ১২ মাস ভারতের প্রযুক্তি মানচিত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
