Economic Crisis: বিক্রি হয়েছে মেরুদণ্ড, ভেঙে গিয়েছে কোমর, কতটা ঋণের বোঝা নিয়ে ধুঁকছে Pakistan?
Pakistan Crisis: পাকিস্তান ইকোনমিক সার্ভের রিপোর্ট বলছে ২০২০-২১ সালে পাকিস্তানের ঋণের অঙ্ক ছিল প্রায় ৪০ হাজার পাকিস্তানি রুপি। যা গত ৫ বছরে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে।

পাকিস্তানের অর্থনৈতিক পরিকাঠামো প্রায় ভেঙে গিয়েছে। আর এর মধ্যে ১০ জুন সে দেশের পার্লামেন্টে বাজেট পেশ করলেন শাহবাজ শরিফ। আর তখনই বোঝা গেল ঋণের পাঁকে ঠিক কতটা ডুবে রয়েছে জঙ্গিদের আঁতুড়ঘর এই দেশটি। একটি সমীক্ষায় দেখা গিয়েছে ঋণ পাকিস্তানের প্রায় নাকে কাছে উঠে এসেছে। দেশটির মাথায় রয়েছে প্রায় ৭৬ ট্রিলিয়ন পাকিস্তানি রুপির ঋণের বোঝা। ভারতীয় টাকায় যা ২৩ লক্ষ কোটি টাকা।
১৯৪৭ সালে স্বাধীনতার পর ঋণের অঙ্ক ধীরে ধীরে বেড়েছে পাকিস্তানের ঋণের বোঝা। আর এই ৭৬ ট্রিলিয়ন রুপিই সর্বোচ্চ ঋণ সে দেশের ইতিহাসে। শিক্ষা, স্বাস্থ্য ও অভ্যন্তরীণ পরিকাঠামো সহ একাধিক ক্ষেত্রে ধুঁকছে শরিফের দেশ।
পাকিস্তান ইকোনমিক সার্ভের রিপোর্ট বলছে ২০২০-২১ সালে পাকিস্তানের ঋণের অঙ্ক ছিল প্রায় ৪০ হাজার পাকিস্তানি রুপি। যা গত ৫ বছরে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। গত ১০ বছরের হিসাবে দেখলে দেখা যাবে ১০ বছরে ৫ গুণ বেড়েছে পাকিস্তানের ঋণের অঙ্ক।
পাকিস্তানের ঋণের মধ্যে সমস্তটাই বৈদেশিক ঋণ, এমনটা নয়। ২৪ হাজার ৪৮৯ বিলিয়ন পাকিস্তানি রুপি ঋণ রয়েছে অন্যান্য দেশ বা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে। ৫১ হাজার ৫১৮ বিলিয়ন পাকিস্তানি রুপি ঋণ রয়েছে পাকিস্তানের অভ্যন্তরে। বিশেষজ্ঞরা বলছেন ঋণের পরিমাণ এইভাবে বাড়তে থাকলে সে দেশের আর্থিক নিরাপত্তা বলে আর কিছুই থাকবে না।
এই মুহূর্তে পাকিস্তানের কাছে সবচেয়ে বড় বিপদ হল চিন। পাকিস্তানের বন্ধু বলে পরিচিত ড্রাগনের দেশ। সিপেক সহ একাধিক প্রকল্পের জন্য সে দেশের কাছে পাকিস্তানের ঋণের পরিমাণ ৮ হাজার ৪৭৫ বিলিয়ন পাকিস্তানি রুপি। এই ঋণ কীভাবে মেটাবে তারা তা নিয়ে কোনও নির্দিষ্ট দিশা নেই পাক সরকারের কাছে। উল্লেখ্য, পাকিস্তানের মোট ঋণের পরিমাণ সে দেশের জিডিপির প্রায় ৫০ শতাংশ।





