Domestic Airlines: দেশীয় সংস্থার উড়ানে ভরসা ফিরছে যাত্রীদের, ভেঙে গেল অতীতের রেকর্ড
Domestic Airlines: এই তথ্য সামনে আসতেই সেপ্টেম্বরে ইন্ডিগো-র মার্কেট শেয়ার বেড়ে গিয়েছে একেবারে ৬৩ শতাংশ পর্যন্ত। অন্যদিকে এয়ার ইন্ডিয়ার মার্কেট শেয়ার বেড়েছে ১৫.১ শতাংশ। সদ্য এয়ার ইন্ডিয়ার সঙ্গে জুড়ে গিয়েছে AIX Connect. অন টাইম পারফরমেন্সের (ওটিপি) নিরিখে এই সংস্থা একেবারে শীর্ষস্থান দখল করেছে।
নয়া দিল্লি: করোনাকালে লেগেছিল বড় ধাক্কা। কার্যত দীর্ঘ সময় ধরে স্তব্ধ হয়ে গিয়েছিল পরিষেবা। তবে সেসব এখন অতীত। চলতি বছরে শুধু সেপ্টেম্বর মাসেই দেশীয় বিমানসংস্থাগুলির হাত ধরে যাতায়াত করলেন ১ কোটি ৩০ লক্ষ যাত্রী। যা গত বছরের একই সময়ের থেকে ৬.৩৮ শতাংশ বেশি। মঙ্গলবারই এই তথ্য সামনে এসেছে। তথ্য বলছে, গত বছর এই সময় দেশীয় সংস্থাগুলির বিমানে চড়েছিলেন ১ কোটি ২২ লক্ষ মানুষ। কিন্তু, এবার সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছে। হাসি ফুটেছে দেশীয় সংস্থাগুলির মুখে।
এই তথ্য সামনে আসতেই সেপ্টেম্বরে ইন্ডিগো-র মার্কেট শেয়ার বেড়ে গিয়েছে একেবারে ৬৩ শতাংশ পর্যন্ত। অন্যদিকে এয়ার ইন্ডিয়ার মার্কেট শেয়ার বেড়েছে ১৫.১ শতাংশ। সদ্য এয়ার ইন্ডিয়ার সঙ্গে জুড়ে গিয়েছে AIX Connect. অন টাইম পারফরমেন্সের (ওটিপি) নিরিখে এই সংস্থা একেবারে শীর্ষস্থান দখল করেছে। খাতায় নম্বর উঠেছে ৭০.১ শতাংশ। উল্টে এই জায়গায় আগে থাকা Akasa Air এর ওটিপি একটু কমে পৌঁছে গিয়েছে ৬২.১ শতাংশে।
তবে খানিকটা হলেও হতাশ ভিস্তারা। তাঁদের মার্কেট শেয়ার ১০ শতাংশ পর্যন্ত কমেছে। অন্যদিকে AIX Connect এর মার্কেট শেয়ার ৪.১ শতাংশ কমেছে। তবে এয়ার ইন্ডিয়া, ভিস্তারা ও AIX Connect এর মিলতভাবে দেশীয় মার্কেট শেয়ার দেখলে দেখা যাচ্ছে তা ২৯.২ এর গণ্ডি ছুঁয়ে ফেলেছে।