AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cheap Flight Ticket: ১১১১ টাকায় ফ্লাইটের টিকিট! নতুন বছরে ঘোরার প্ল্যানিংটা আজই সেরে ফেলুন

Indigo Getaway Sale: ছুটি পেতে যাদের সমস্যা, তাদের অনেক সময়ই পরিকল্পনা বাতিল করতে হয় শুধু যাতায়াতে অতিরিক্ত সময় ব্যয়ের কথা ভেবে। সকলের পক্ষে তো ফ্লাইটে যাতায়াত করার সম্ভব নয়। তবে এই চিন্তাও দূর হবে এবার। নিশ্চিন্তে বিমানের টিকিট কাটুন। খরচ পড়বে মাত্র ১১১১ টাকা!

Cheap Flight Ticket: ১১১১ টাকায় ফ্লাইটের টিকিট! নতুন বছরে ঘোরার প্ল্যানিংটা আজই সেরে ফেলুন
ফাইল চিত্রImage Credit: X
| Updated on: Nov 13, 2024 | 2:09 PM
Share

নয়া দিল্লি: মাস ঘুরলেই ডিসেম্বর, বছর শেষ। অনেকেই বছর শেষে বা নতুন বছরকে স্বাগত জানাতে কাছেপিঠে বা দূরে ঘুরতে যান। তবে ছুটি পেতে যাদের সমস্যা, তাদের অনেক সময়ই পরিকল্পনা বাতিল করতে হয় শুধু যাতায়াতে অতিরিক্ত সময় ব্যয়ের কথা ভেবে। সকলের পক্ষে তো ফ্লাইটে যাতায়াত করার সম্ভব নয়। তবে এই চিন্তাও দূর হবে এবার। নিশ্চিন্তে বিমানের টিকিট কাটুন। খরচ পড়বে মাত্র ১১১১ টাকা!

বিশ্বাস হচ্ছে না? সত্যিই এই অফার দিচ্ছে ইন্ডিগো। এটা হল ইন্ডিগোর  ‘গেটঅ্যাওয়ে সেল’। এই অফারে অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক ফ্লাইটে সস্তা ভাড়ায় টিকিট পাওয়া যাবে। এ ছাড়া এয়ারলাইন্সের অন্যান্য পরিষেবায় ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।

ইন্ডিগোর ‘গেটঅ্যাওয়ে সেল’ ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলছে। এই সময়ের মধ্যে  টিকিট বুকিং করা যাবে। এই অফারে গ্রাহকরা ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল, ২০২৫-র মধ্যে ভ্রমণের জন্য এখন থেকেই টিকিট বুক করতে পারবেন।

১১১১ টাকায় টিকিট!

ইন্ডিগো (IndiGo)-এর এই সেলে গ্রাহকরা মাত্র ১১১১ টাকায় অন্তর্দেশীয় রুটে অর্থাৎ দেশের অন্দরে ভ্রমণের জন্য স্ট্যান্ডার্ড সিট বুক করতে পারবেন। তবে, ওয়ান ওয়ে অর্থাৎ একপিঠের ফ্লাইটের টিকিটের দাম শুরু হবে ১,১১১ টাকা থেকে। আন্তর্জাতিক রুটে এক পিঠের ভাড়া ৪,৫১১ টাকা থেকে শুরু হবে। অ্যাড-অন পরিষেবাগুলিতে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। যাদের নববর্ষে ভ্রমণের পরিকল্পনা রয়েছে, এই অফারে তারা দারুণ সুবিধা পাবেন। ঘুরতে যাওয়ার জন্য দামি বিমান টিকিট কিনতে হবে না।

কীভাবে টিকিট কাটবেন?

এই বিশেষ অফার পেতে গ্রাহকরা সরাসরি ইন্ডিগোর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে গিয়ে টিকিট বুক করতে পারেন। এক্ষেত্রে মনে রাখা দরকার, এই অফারটি শুধুমাত্র ইন্ডিগোর নন-স্টপ ফ্লাইটের জন্যই বৈধ। কানেক্টিং বা সংযোগকারী ফ্লাইটগুলির জন্য এই অফারের সুবিধা পাওয়া যাবে না৷