PM Kisan 21st Installment: কৃষকদের ১৮ হাজার কোটি টাকা দেবে সরকার, কীভাবে আবেদন করবেন?
PM Kisan Samman Nidhi Updates: তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিসান সম্মান নিধির ২১তম সংস্করণের উদ্বোধন করবেন। এই প্রকল্পের অধীনে দেশের সমস্ত কৃষকরা ৬০০০ টাকা করে পাবেন। মোট ৯ কোটি কৃষকের জন্য ১৮ হাজার কোটি টাকা খরচ হবে এই প্রকল্পে।

নয়া দিল্লি: দেশের কৃষকদের জন্য দারুণ সুখবর। প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধির ২১তম কিস্তি বন্টন শুরু হচ্ছে আজ। তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিসান সম্মান নিধির ২১তম সংস্করণের উদ্বোধন করবেন। এই প্রকল্পের অধীনে দেশের সমস্ত কৃষকরা ৬০০০ টাকা করে পাবেন। মোট ৯ কোটি কৃষকের জন্য ১৮ হাজার কোটি টাকা খরচ হবে এই প্রকল্পে।
বর্তমানে যেখানে কৃষিকাজের খরচ বাড়ছে, সেখানে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি কৃষকদের অনেকটাই সহায়তা করবে। সরাসরি কৃষকদের অ্যাকাউন্টেই টাকা ঢোকে এই প্রকল্পে।
পিএম কিসান- গ্রাহকদের স্টেটাস কীভাবে দেখবেন?
- প্রথমে পিএম কিসান পোর্টাল https://pmkisan.gov.in- এ যেতে হবে।
- এবার হোমপেজে ফার্মার্স কর্নারে ক্লিক করুন। সেখানে বেনেফিশারি লিস্টে ক্লিক করুন।
- এবার রাজ্য, জেলা, উপজেলা, ব্লক ও গ্রামের নাম উল্লেখ করুন।
- এবার গেট রিপোর্ট অপশনে ক্লিক করলেই আপনার গ্রামের সকল উপভোক্তাদের নামের তালিকা প্রকাশ পাবে।
কীভাবে ই-কেওয়াইসি করবেন?
- মোবাইলের মাধ্যমেই কৃষকরা ই-কেওয়াইসি আপডেট করতে পারবেন।
- এর জন্য পিএম-কিসান অ্যাপ ও আধার ফেস আরডি অ্যাপ ডাউনলোড করতে হবে।
- এবার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে পিএম-কিসান অ্যাপে লগ ইন করুন।
এরপরে বেনেফিশারি স্টেটাস সেকশনে ক্লিক করুন। যদি ই-কেওয়াইসি স্টেটাস ‘নো’ দেখায়, তাহলে ই-কেওয়াসি (e-KYC) অপশনে ক্লিক করে আধার নম্বর দিয়ে, ফেস অথেনটিকেশন করান। তাহলেই ই-কেওয়াইসি আপডেট হয়ে যাবে। ২৪ ঘণ্টার মধ্যেই ই-কেওয়াইসি আপডেট হয়ে যাবে।
প্রসঙ্গত, আধার কার্ড, প্যান কার্জ ভেরিফিকেশন না থাকলে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও সমস্যা হলে, টাকা আটকে যেতে পারে।
