নতুন বছরে গ্রাহকদের জন্য উপহার নিয়ে এল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)। ২ কোটি টাকার নীচে সেভিং অ্য়াকাউন্ট ও ফিক্সড ডিপোজিটে সুদের হার পুনর্বিবেচনা করল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
বর্তমানে পিপিএফ এ ৭.১ শতাংশ হারে মিলছে সুদ। এবার বিনিয়োগকারীরা এর উপর সুদের হার বৃদ্ধির আশা করছে। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সম্প্রতি এক অর্থবর্ষে পঞ্চমবারের জন্য রেপো রেট বৃদ্ধি করেছে। এর পরই ব্যাঙ্কগুলি স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে। ফলে পিপিএফ এও সুদের হার বৃদ্ধি পাবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা।
পিএনবি ১০ লক্ষ টাকা থেকে ১০০ কোটি টাকার কম পরিমাণের আমানতের উপর বার্ষিক ২.৭৫ শতাংশ হারে সুদ দিতে থাকবে। ১০ লক্ষ টাকার নীচে এই ব্যাঙ্ক ২.৭০ শতাংশ হারে সুদ দেবে।
৭ দিন থেকে ৪৫ দিনের আমানতে ৩.৫০ শতাংশ হারেই এবং ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদের আমানতে ৪.৫০ শতাংশ হারেই সুদ দিতে থাকবে পিএনবি। তবে ১ বছর থেকে ৬৬৫ দিনের আমানতে ৪৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে পিএনবি। বর্তমানে এই মেয়াদের আমানতে সুদের হার ৬.৩০ শতাংশ থেকে বাড়িয়ে করেছে ৬.৭৫ শতাংশ।
এদিকে ৬৬৬ দিনের আমানতে সুদের হার থাকবে ৭.২৫ শতাংশ। তবে ৬৬৭ দিন থেকে ২ বছরের মেয়াদের আমানতে ৪৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে সুদের হার। বর্তমানে এই আমানতের সুদের হার মিলবে ৬.৭৫ শতাংশ। আর ২ বছরের বেশি সময় থেকে তিন বছরের স্থায়ী আমানতে সুদের হার বেড়েছে ৫০ বেসিস পয়েন্ট। ৬.২৫ শতাংশ থেকে বাড়িয়ে সুদের হার ৬.৭৫ শতাংশ করা হয়েছে। তবে ৩ বছরের বেশি থেকে ১০ বছরের মেয়াদের আমানতে সুদের হারে কোনও সুদের হার বাড়ানো হয়নি।