RBI Governor: ২০০০ টাকার নোট নিতে অস্বীকার করতে পারবেন না দোকানিরা, সাফ জানালেন RBI গভর্নর

2000 Rs Note: সাধারণ মানুষ, যারা আতঙ্কিত হয়ে ব্যাঙ্কে ছুটছেন, তাদেরও চিন্তিত বা উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলেই জানান আরবিআই গভর্নর। আগামী ৩০ সেপ্টেম্বর অবধি সময় রয়েছে এই নোট বদল করার।

RBI Governor: ২০০০ টাকার নোট নিতে অস্বীকার করতে পারবেন না দোকানিরা, সাফ জানালেন RBI গভর্নর
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ।
Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2023 | 2:12 PM

নয়া দিল্লি: বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২০০০ টাকার নোট (2000 Rs Note)। যাদের কাছে ২০০০ টাকার নোট রয়েছে, তাদের আগামী ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে ওই নোট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফে। আরবিআই(RBI)-র এই ঘোষণার পরই বাজারে হইচই সৃষ্টি হয়েছে, অনেকের মধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে। বর্তমানে পেট্রোল পাম্প বা অন্য কোনও দোকানে ২০০০ টাকার নোট দেওয়া হলে, তারা সেই নোট নিতে অস্বীকার করছেন। অর্থাৎ ব্যাঙ্ক ছাড়া আর কোনো গতি নেই সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে মুখ খুললেন রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ (Shaktikanta Das)। তিনি সাফ জানিয়ে দিলেন, ২০০০ টাকার নোট এখনও বৈধ এবং কোনও দোকানদার এই নোট গ্রহণ করতে অস্বীকার করতে পারেন না।

সোমবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ বলেন, “আমরা  ২০০০ টাকা বাজার থেকে তুলে নিচ্ছি কিন্তু এটি এখনও আইনিভাবে এই নোট বৈধ। এই নোট গ্রহণ করতে কেউ অস্বীকার করতে পারেন না।”

সাধারণ মানুষ, যারা আতঙ্কিত হয়ে ব্যাঙ্কে ছুটছেন, তাদেরও চিন্তিত বা উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলেই জানান আরবিআই গভর্নর। আগামী ৩০ সেপ্টেম্বর অবধি সময় রয়েছে এই নোট বদল করার। ব্য়াঙ্কগুলিতেও যাতে এই নোট বদল প্রক্রিয়া সহজে হয়, তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ করতে বলা হয়েছে।

আরবিআই-র গভর্নর এই ডেডলাইন স্থির করে দেওয়া সম্পর্কে ব্য়াখ্যা দিয়ে বলেন, “আমরা ৩০ সেপ্টেম্বর অবধি সময়সীমা বেধে দিয়েছি যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে গ্রহণ করা হয়। আমরা অনন্তকাল সময় দিতে পারি না”। তিনি আরও বলেন, “আমি স্পষ্টভাবে আরও একবার বলছি, রিজার্ভ ব্য়াঙ্ক যে মুদ্রা নিয়ন্ত্রণ বা কারেন্সি ম্য়ানেজমেন্ট অপারেশন পরিচালন করে, তারই অংশ এই সিদ্ধান্ত। দীর্ঘ সময় ধরেই রিজার্ভ ব্যাঙ্ক ক্লিন নোট পলিসি অনুসরণ করে চলছে। নির্দিষ্ট সময় অন্তর রিজার্ভ ব্যাঙ্ক নির্দিষ্ট সিরিজের নোট প্রত্যাহার করে নেয় এবং নতুন নোট ছাপায়।”