Reliance Share Price: অম্বানির হাতে সোনার চাঁদ! ২০ লক্ষ কোটির মার্কেট ক্যাপ ছুঁতেই তরতরিয়ে চড়ল রিলায়েন্সের শেয়ার দর
Reliance Share Price: এদিন বাজার খোলার শুরু থেকেই কার্যত বড় লাফ দিতে দেখা গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে। বাজার খোলার দুই ঘণ্টার মধ্যেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর তৈরি করে ফেলে নতুন রেকর্ড। দালাল স্ট্রিটে শোরগোল শুরু হয়ে যায় সংস্থার মার্কেট ক্যাপ নিয়ে।
কলকাতা: এবার যেন হাতে চাঁদ পেতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানি। ফের নতুন করে ফুলেফেঁপে উঠল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তৈরি হল নতুন রেকর্ড। ছাড়িয়ে গেল শেজার বাজারে ২০ লক্ষ কোটির বাজারমূল্য। সোজা কথায়, এশিয়ার ধনী সংস্থাগুলির মধ্যে একেবারে শীর্ষ তালিকায় উঠে গিয়েছে অম্বানির এই সংস্থা। জ্যাক মা-র আলিবাবা গ্রুপকে পিছনে ফেলে দিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এখন রিলায়েন্সের চেয়ে এগিয়ে টয়োটা। ভারতের টাকার মূল্যে যার মার্কেট ক্যাপ ৩১ লক্ষ কোটি টাকার বেশি।
এদিকে এদিন বাজার খোলার শুরু থেকেই কার্যত বড় লাফ দিতে দেখা গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে। বাজার খোলার দুই ঘণ্টার মধ্যেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর তৈরি করে ফেলে নতুন রেকর্ড। দালাল স্ট্রিটে শোরগোল শুরু হয়ে যায় সংস্থার মার্কেট ক্যাপ নিয়ে। এদিকে শীঘ্রই যে রিলায়েন্স শেয়ার বাজারের বিগ বুল হয়ে উঠবে সেই ইঙ্গিত দিচ্ছিলেন বাজার বিশেষজ্ঞরা। কিন্তু, এত দ্রুত যে তা বাস্তবের রূপ নেবে তা ভাবতে পারেননি অনেকেই। মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে প্রায় দুই শতাংশ।
একদিন আগে কোম্পানির শেয়ার দর ২৯০২.৯৫ টাকায় বন্ধ হয়েছিল। এদিন মার্কেট খোলার সময় রিলায়েন্সের শেয়ার দর ঘোরাফেরা করছিল ২৯১০ টাকার আশপাশে। মঙ্গলবার দিনভর কেনাকাটার পর দাম পৌঁছে গিয়েছে ২৯৫৭ টাকার ঘরে। বাজার বিশেষজ্ঞরা হলছেন, শীঘ্রই রিলায়েন্সের শেয়ার দর ৩ হাজারের গণ্ডি পার করে ফেলবে।
নয়া রেকর্ডের সঙ্গে সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও এশিয়ার সেইসব সংস্থাগুলির ক্লাবে ঢুকে পড়ল যাদের মার্কেট ক্যাপ ২০ লক্ষ কোটি টাকার বেশি। জ্যাক মা’র আলিবাবা গ্রুপের মূল্য ১৫ লক্ষ কোটি টাকার আশপাশে। রতন টাটার টিসিএস এখন আলি বাবা গ্রুপের চেয়ে এগিয়ে গিয়েছে। তবে জাপানের অটো কোম্পানি টয়োটা এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে এগিয়ে। যার মার্কেট ক্যাপ ৩১ লক্ষ কোটি টাকা।