Chrome-কে টক্কর দিতে নয়া ব্রাউজার নিয়ে এল Sam Altman-এর ChatGPT, এতে সুবিধা হল Google-এরই!
ChatGPT vs Google Chrome: গুগলকে এক কথায় ধাক্কা দিতে চাওয়া ওপেন এআই-এর এই নতুন ব্রাউজার কিন্তু গুগলের কাছে শঙ্কার কালো মেঘ নয়। বরং, এই নতুন ব্রাউজার গুগলের কাছে আসলে আশীর্বাদের মতো। গুগলের আইনি অবস্থানকে আরও শক্তিশালী করবে নতুন এই ওয়েব ব্রাউজার। কিন্তু কীভাবে?

বলা যায় গুগলকে দীপাবলির উপহার? আসলে এমন কিছু না হলেও, এই কথা বলাই যায় ওপেনও এআই-এর নতুন ব্রাউজার সম্পর্কে। আসলে ‘ChatGPT Atlas’ লঞ্চ করল ওপেন এআই। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ওয়েব ব্রাউজার। আর এই ব্রাউজার আসলে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে Google Chrome-কে।
গুগলকে এক কথায় ধাক্কা দিতে চাওয়া ওপেন এআই-এর এই নতুন ব্রাউজার কিন্তু গুগলের কাছে শঙ্কার কালো মেঘ নয়। বরং, এই নতুন ব্রাউজার গুগলের কাছে আসলে আশীর্বাদের মতো। গুগলের আইনি অবস্থানকে আরও শক্তিশালী করবে নতুন এই ওয়েব ব্রাউজার। কিন্তু কীভাবে?
আসলে চ্যাটজিপিটির তৈরি নতুন এই প্রতিদ্বন্দী বাজারে চলে আসায় আসলে সুবিধা হয়েছে গুগলের। কারণ এমন হওয়ায় সার্চের জগতে গুগলের মনোপলি আর থাকবে না। আর তার ফলে, অকারণ আইনি জটিলতা থেকে মুক্তি পাবে অ্যালফাবেট। কেমন করে?
সম্প্রতি মার্কিন আদালতে গুগলের বিরুদ্ধে ‘মনোপলি’ মামলা চলছিল। মার্কিন বিচার বিভাগ বলেছিল, গুগলকে তার Chrome ব্রাউজার বিক্রি করে দিতে হবে। কিন্তু মার্কিন ডিস্ট্রিক্ট জজ অমিত মেহতা সেই দাবি খারিজ করে দেন। তিনি মানেন যে Google সার্চে মনোপলি করেছে, কিন্তু Chrome বিক্রির প্রয়োজন নেই।
বিচারক মেহতা বলেন, ওপেনও এআইয়ের চ্যাট জিপিটির মতো এআই টুলগুলি ইতিমধ্যেই গুগলের প্রতিযোগী হয়ে উঠেছে। যা গত কয়েক দশকে কোনও সার্চ ইঞ্জিন পারেনি।
‘Atlas’ লঞ্চ হওয়ায় গুগল এখন আদালতে এই নতুন ব্রাউজারকে তাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখাতে পারবে। তারা দাবি করতে পারবে যে বাজারে যথেষ্ট প্রতিযোগী রয়েছে। ফলে, ক্রোমকে আর কোনও ভাবেই ‘মনোপলি’ বলা যাবে না।
