Share Market Crash: মাটিতে লুটোপুটি খাচ্ছে সেনসেক্স! খরার বাজারেও আশা জোগাচ্ছে কোন শেয়ার?
Share Market Crash: শেয়ার বাজারের উত্থানে মূল ফাঁড়া হয়ে দাঁড়াচ্ছে ডলারের বাড়ন্ত শক্তি ও ট্রাম্পের ট্রেড যুদ্ধ। চিন, মেক্সিকো ও কানাডা পণ্যের উপরে চাপানো বাড়তি করের বোঝায় শ্বাসকষ্ট হচ্ছে ভারতীয় শেয়ার বাজারে।

কলকাতা: সপ্তাহের শেষটা যে এমন হতে চলেছে তা হয়তো স্বপ্নেও ভাবেননি বিনিয়োগকারীরা। মাসের শেষ তারিখ ও সপ্তাহের শেষ ট্রেডিং দিনে একেবারে তলানিতে এসে ঠেকে গেল শেয়ার বাজার। শুক্রবার, দুপুর সাড়ে তিনটে পর্যন্ত প্রায় ১৪০০ পয়েন্ট পড়ে গিয়ে সেনসেক্স এসে দাঁড়াল ৭৩ হাজার ১৯২ পয়েন্ট। একই ভাবে মাথা নত করেছে নিফটি ৫০। এদিন প্রায় ৪০০ পয়েন্ট পড়ে গিয়ে নিফটি ৫০ সূচক।
কিন্তু কেন এমন পড়ছে শেয়ার বাজার?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শেয়ার বাজারের উত্থানে মূল ফাঁড়া হয়ে দাঁড়াচ্ছে ডলারের বাড়ন্ত শক্তি ও ট্রাম্পের ট্রেড যুদ্ধ। গত রাত ট্রাম্প ঘোষণা করেন মার্চের ৪ তারিখ থেকেই চিন, মেক্সিকো ও কানাডা পণ্যের উপরে চাপানো বাড়তি করের নিয়ম লাগু হয়ে যাবে। যার বোঝায় সকাল হতেই শ্বাসকষ্ট হচ্ছে ভারতীয় শেয়ার বাজারে। বিশ্বের ওই উন্নত দেশগুলিতে বাণিজ্য যত দ্বন্দ্ব বাড়ছে, ততই ভারতীয় শেয়ার বাজার থেকে নিজেদের লগ্নি তুলে নিতে ব্যস্ত হয়ে পড়ছে বিদেশি বিনিয়োগকারীরা।
এছাড়াও, রয়েছে ডলার সংকট। ক্রমাগত ভারতীয় মুদ্রার সামনে নিজের শক্তি বাড়াচ্ছে ডলার। যার জেরে ধাক্কা খাচ্ছে বিদেশি লগ্নিকারীদের বিনিয়োগ করা পুঁজি। নিজেদের আমানত বাঁচাতে ভারত থেকে লগ্নি তুলছে তারা। আর তাতেই ভরাডুবির বাজারে পরিণত হচ্ছে শেয়ার বাজার।
আজ মাটিতে লুটোপুটি খেল যারা
শুক্রবার, এক ধাক্কায় সবচেয়ে বেশি পড়েছে জিও ফিনান্সিয়াল সার্ভিসের শেয়ার। ৬.৪০ শতাংশ পড়ে এই শেয়ারের দর দাঁড়িয়েছে ২০৭ টাকায়। এছাড়াও, পড়ে গিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পের শেয়ারের দর। পড়েছে টেক মাহিন্দার দাম। একদিনে ৫ শতাংশ ধাক্কা খেয়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। এছাড়াও, দর পড়েছে আরও নামীদামি সংস্থার শেয়ারের।
তবে খরার বাজারেও জীবিত রয়েছে বেশ কয়েকজন। এত রক্তারক্তির মাঝেও শুক্রবার ১.৮১ শতাংশ মাথা তুলেছে HDFC ব্যাঙ্কের শেয়ার। ১.৪৮ শতাংশ বৃদ্ধি হয়েছে কোল ইন্ডিয়ার শেয়ারের দরও। দাম বেড়েছে JSW এনার্জি-সহ আরও তিনটি সংস্থার শেয়ারের।





