মুম্বই: বাজেট ঘোষণার আগে যেমন চড়চড়িয়ে বেড়েছিল সেনসেক্স-নিফটি, বাজেট ঘোষণা হতেই তা ব্যাপক পতন হয়। সেই যে পতনের শুরু, আজও অব্যাহত সেই ধারা। আজ, বাজেটের পরেরদিনও শেয়ার বাজারে রক্তক্ষরণ অব্য়াহত। বুধবার শেয়ার বাজার খুলতেই সেনসেক্সের সূচকে ২৩৩.৭ পয়েন্ট পতন হয়। নিফটির সূচকেও ৭৩.৪৫ পয়েন্ট পতন হয়েছে।
এবারের কেন্দ্রীয় বাজেটে সরকার ফিউচার অ্য়ান্ড অপশনের উপরে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স বৃদ্ধির সুপারিশ করেছে। মনে করা হচ্ছে, সরকারের এই ঘোষণার জেরেই পতন হচ্ছে সেনসেক্স-নিফটিতে। বৈশ্বিক মার্কেটেও ট্রেন্ড দুর্বল থাকায় নিম্নমুখী শেয়ার সূচক।
এ দিন শেয়ার বাজার খুলতেই বিএসই সেনসেক্সের সূচকে ২৩৩.৭ পয়েন্ট পতন হয়ে ৮০১৯৫.৩৪ অঙ্কে পৌঁছয়। নিফটির সূচকও ৭৩.৪৫ পয়েন্ট পতন হয়ে ২৪৪০৫.৬০ অঙ্কে নেমে এসেছে।
মঙ্গলবার বাজার বন্ধের সময় বিএসই সূচক ছিল ৮০৪২৯.০৪ অঙ্কে। নিফটির সূচকে ৩০ পয়েন্ট পতন হয়ে ২৪৪৭৯.০৫ অঙ্কে নেমে দাঁড়ায়। আজ শেয়ার বাজার খুলতেই ফের পতন।
বুধবার সকালে আইটিসি, টাটা মোটরস, টেক মাহিন্দ্রা ও এনটিপিসি লাভের মুখ দেখলেও, বাজাজ ফিনান্স, নেসলে, এইচসিএল টেকনোলজিস, আল্ট্রাটেক সিমেন্ট, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ও আদানি পোর্টের শেয়ারে ব্যাপক পতন হয়েছে।