AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR চলছে রাজ্যে, কীভাবে Aadhaar Card-এর সঙ্গে জুড়ে ফেলবেন আপনার Birth Certificate?

Birth Certificate, Aadhaar Card Link: দেশে ডিজিটাল রেকর্ডের প্রয়োজনীয়তা রয়েছে সর্ব ক্ষেত্রেই। যে কোনও দরকারি সুবিধা পেতে আজ কাগুজে ডকুমেন্টের বদলে ডিজিটাল ডকুমেন্টই বেশি গ্রহণযোগ্য হয়। আর সেই কারণেই দেশের একাধিক রাজ্যে জন্ম শংসাপত্রের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা শুরু হয়েছে।

SIR চলছে রাজ্যে, কীভাবে Aadhaar Card-এর সঙ্গে জুড়ে ফেলবেন আপনার Birth Certificate?
| Updated on: Nov 28, 2025 | 10:36 AM
Share

আজকের দিনে আধার কার্ডের উপযোগিতা নিয়ে নতুন করে প্রশ্ন করার কোনও জায়গাই নেই। কারণ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে নতুন সিম কার্ড নেওয়া, সব ক্ষেত্রেই আধার কার্ডের মতো বিশ্বস্ত নথি আর নেই। আবার এদিকে রাজ্যে চলছে এসআইআর। ফলে, নথি নিয়ে একাধিক প্রশ্নও ঘুরছে মানুষের মনে। আচ্ছা, আপনার বার্থ সার্টিফিকেটের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে?

দেশে ডিজিটাল রেকর্ডের প্রয়োজনীয়তা রয়েছে সর্ব ক্ষেত্রেই। যে কোনও দরকারি সুবিধা পেতে আজ কাগুজে ডকুমেন্টের বদলে ডিজিটাল ডকুমেন্টই বেশি গ্রহণযোগ্য হয়। আর সেই কারণেই দেশের একাধিক রাজ্যে জন্ম শংসাপত্রের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা শুরু হয়েছে। এর লক্ষ্য খুবই সহজ। জন্ম থেকে শিশুর সব রেকর্ড একই জায়গায় রাখা।

আগে শিশুর বাবা ও মাকে বার্থ সার্টিফিকেট আধারের সঙ্গে যুক্ত করতে আলাদা ভাবে আবেদন করতে হত। আর এখন বর্তমান প্রক্রিয়ায় সেই কাজ আলাদা করে করতে হয় না। এখন এক প্রক্রিয়াতেই এই দুই নথিকে লিঙ্ক করে ফেলা যাবে।

কীভাবে লিঙ্ক করবেন?

কোনও হাসপাতালে কোনও শিশুর জন্মের পর তার বিবরণ Civil Registration System-এ রেজিস্টার করা হয়। সেখানে শিশুর নাম, জন্ম তারিখ, সময়, লিঙ্গ ও পিতামাতার বিবরণ নথিভুক্ত করা হয়। বর্তমানে এই পোর্টাল থেকেই আধার কার্ডের অ্যাপ্লিকেশনও করা যায়।

যদি আগে থেকেই কারও বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে বার্থ সার্টিফিকেট ও আধার একই সঙ্গে লিঙ্ক করা যায়। কেমন? Civil Registration System-এর পোর্টালে গিয়ে জেনারেল পাবলিক সাইন আপ ব্যবহার করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর সেখানে নিজের ডিটেল দিয়ে, আধার নম্বর দিয়ে লিঙ্ক করিয়ে নিন আপনার বার্থ সার্টিফিকেটের সঙ্গে। অনলাইনে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের নাম না পাওয়া গেলেও আপনি আধার কেন্দ্রে যেতে পারেন। সেখানে গিয়েও বার্থ সার্টিফিকেটে আধার লিঙ্ক করানো যায়।