Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranveer Allahbadia: মা-বাবার সঙ্গমে অংশ নেবে সন্তানও? বিতর্কিত মন্তব্যের মতোই চমকাবে রণবীরের সম্পত্তিও!

Ranveer Allahbadia Net Worth: রণবীরের চ্যানেলের নাম বিয়ার বাইসেপস। ১২ মিলিয়ন অর্থাৎ ১.২ কোটি সাবস্ক্রাইবার তাঁর। নানা বিষয়ে ভিডিয়ো বানান রণবীর।

| Updated on: Feb 15, 2025 | 12:52 PM
মা-বাবার যৌন সঙ্গম থামাতে যোগ দিক সন্তানও। বিতর্কিত এই মন্তব্য করেই এখন শিরোনামে বিয়ার বাইসেপস ওরফে রণবীর এলাহাবাদিয়া।

মা-বাবার যৌন সঙ্গম থামাতে যোগ দিক সন্তানও। বিতর্কিত এই মন্তব্য করেই এখন শিরোনামে বিয়ার বাইসেপস ওরফে রণবীর এলাহাবাদিয়া।

1 / 8
ঝকঝকে চেহারা, মিষ্টি হাসি, মার্জিত ব্যবহার। রণবীরকে দর্শকরা দেখেছেন এভাবেই। আরেক ইউটিউবার সময় রায়নার কমেডি শো-তে মা-বাবার সঙ্গম নিয়ে তাঁর এই মন্তব্য হজম হয়নি কারোর।

ঝকঝকে চেহারা, মিষ্টি হাসি, মার্জিত ব্যবহার। রণবীরকে দর্শকরা দেখেছেন এভাবেই। আরেক ইউটিউবার সময় রায়নার কমেডি শো-তে মা-বাবার সঙ্গম নিয়ে তাঁর এই মন্তব্য হজম হয়নি কারোর।

2 / 8
ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রণবীর। একাধিক রাজ্যে দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে এফআইআর। খ্যাতির বিড়ম্বনা কতটা, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রণবীর।

ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রণবীর। একাধিক রাজ্যে দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে এফআইআর। খ্যাতির বিড়ম্বনা কতটা, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন রণবীর।

3 / 8
মাত্র ২২ বছর বয়সে ইউটিউবে কেরিয়ার শুরু করেছিলেন রণবীর। মাত্র ২ বছরের মধ্যেই, ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে বেস্ট ইনফ্লুয়েন্সারের অ্যাওয়ার্ড পেয়েছেন।

মাত্র ২২ বছর বয়সে ইউটিউবে কেরিয়ার শুরু করেছিলেন রণবীর। মাত্র ২ বছরের মধ্যেই, ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে বেস্ট ইনফ্লুয়েন্সারের অ্যাওয়ার্ড পেয়েছেন।

4 / 8
রণবীরের চ্যানেলের নাম বিয়ার বাইসেপস। ১২ মিলিয়ন অর্থাৎ ১.২ কোটি সাবস্ক্রাইবার তাঁর। নানা বিষয়ে ভিডিয়ো বানান রণবীর। তাঁর সম্পত্তির পরিমাণ কত, জানেন? চোখ কপালে উঠবে অঙ্কটা জানলে।

রণবীরের চ্যানেলের নাম বিয়ার বাইসেপস। ১২ মিলিয়ন অর্থাৎ ১.২ কোটি সাবস্ক্রাইবার তাঁর। নানা বিষয়ে ভিডিয়ো বানান রণবীর। তাঁর সম্পত্তির পরিমাণ কত, জানেন? চোখ কপালে উঠবে অঙ্কটা জানলে।

5 / 8
ইউটিউব থেকে বিয়ার বাইসেপসের মাসিক আয় আনুমানিক ৩৫ লাখ টাকা। এছাড়া ইউটিউব অ্যাড, রয়্যালিটি ও বিভিন্ন ব্রান্ড স্পনসরশিপ থেকেও অর্থ উপার্জন করেন রণবীর।

ইউটিউব থেকে বিয়ার বাইসেপসের মাসিক আয় আনুমানিক ৩৫ লাখ টাকা। এছাড়া ইউটিউব অ্যাড, রয়্যালিটি ও বিভিন্ন ব্রান্ড স্পনসরশিপ থেকেও অর্থ উপার্জন করেন রণবীর।

6 / 8
২০২৪ সালের তথ্য অনুযায়ী, রণবীর এলাহাবাদিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৬০ কোটি টাকা। দেশের সবথেকে ধনী ইউটিউবারদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন রণবীর।

২০২৪ সালের তথ্য অনুযায়ী, রণবীর এলাহাবাদিয়ার মোট সম্পত্তির পরিমাণ ৬০ কোটি টাকা। দেশের সবথেকে ধনী ইউটিউবারদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন রণবীর।

7 / 8
নিজস্ব বাড়ি, অফিস- সবই রয়েছে রণবীরের। গাড়ির খুব বেশি শৌখিন না হলেও, তাঁর কাছে রয়েছে স্কোডা কোডিয়াক গাড়ি,ভারতীয় মূল্যে যার দাম ৩৪ লাখ টাকা।

নিজস্ব বাড়ি, অফিস- সবই রয়েছে রণবীরের। গাড়ির খুব বেশি শৌখিন না হলেও, তাঁর কাছে রয়েছে স্কোডা কোডিয়াক গাড়ি,ভারতীয় মূল্যে যার দাম ৩৪ লাখ টাকা।

8 / 8
Follow Us: