Sukanya Samriddhi Yojana: ঘরে কন্যা সন্তান জন্মালেই পাবেন ২৭ লক্ষ টাকা, কীভাবে জানুন?
Sukanya Samriddhi Yojana: আপনি মাত্র ২৫০ টাকা দিয়ে আপনার মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারেন। এই অ্যাকাউন্টটি যেকোনও পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাঙ্কের শাখায় খোলা যেতে পারে।

নয়া দিল্লি: কন্যা সন্তান কোনও বোঝা নয়, বরং আজকের যুগে ছেলেদের কাজকর্মে প্রতিটি ক্ষেত্রেই টক্কর দিচ্ছে মেয়েরা। কন্যা সন্তান জন্মালে অনেক বাবা-মায়েরই চিন্তা থাকে ভবিষ্যতের সঞ্চয় নিয়ে। তবে আপনি জানেন কি, সরকারের এমন এক স্কিম রয়েছে, যেখানে অল্প টাকা বিনিয়োগ করেই সন্তানের ভবিষ্যৎ অনেকটা নিরাপদ করতে পারেন? জেনে নিন এই স্কিম সম্পর্কে-
কন্যা সন্তানের জন্ম থেকে তার বেড়ে ওঠা পর্যন্ত, ভবিষ্যৎ সুরক্ষিত করতে একাধিক স্কিম রয়েছে। এর মধ্যে অন্যতম একটি হল সুকন্যা সমৃদ্ধি যোজনা, যা শুধুমাত্র কন্যাসন্তানদের জন্যই বিশেষভাবে আনা হয়েছে। এই প্রকল্পে অল্প অল্প করে টাকা জমা রেখে আপনি ২৭ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় বর্তমানে সুদের হার ৮.২ শতাংশ, যা অনেক বিনিয়োগ প্রকল্পের তুলনায় বেশি। এই বিনিয়োগ প্রকল্পে কোনও করও দিতে হয় না।
কীভাবে অ্যাকাউন্ট খুলবেন?
আপনি মাত্র ২৫০ টাকা দিয়ে আপনার মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলতে পারেন। এই অ্যাকাউন্টটি যেকোনও পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাঙ্কের শাখায় খোলা যেতে পারে। এক পরিবারে সর্বাধিক দুই কন্যার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা যায়। এই স্কিমে ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। মেয়ের বয়স ২১ বছর হলে, পুরো টাকা পাওয়া যাবে।
আপনি যদি এই স্কিমে প্রতি মাসে ১০০০ টাকা করে বিনিয়োগ করেন, তবে বছরে ১২০০০ টাকা বিনিয়োগ করবেন। যদি ১৫ বছর ধরে বিনিয়োগ করেন, তবে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা জমা হবে। যদি ৮ শতাংশ সুদের হারে হিসাব করা হয়, এর সুদের অঙ্ক হয় প্রায় ৩ লক্ষ ৭৪ হাজার ৬১২ টাকা হবে। মোট জমা অর্থ ও সুদের অঙ্ক মিলিয়ে ৫ লক্ষ ৫৪ হাজার ৬১২ টাকা হবে।
একইভাবে যদি প্রতি মাসে ৫ হাজার টাকা করে বিনিয়োগ করেন এবং টানা ১৫ বছর বিনিয়োগ করেন, তবে সুদ ও জমা অর্থ মিলিয়ে ২৭ লক্ষ ৭৩ হাজার টাকা পাবেন।
কন্যা সন্তানের ২১ বছর হলে এই স্কিম থেকে টাকা তোলা যায়। তবে মেয়ের বয়স ১৮ বছর হলে, আপনি তার উচ্চশিক্ষা বা বিয়ের জন্য জমা করা পরিমাণের ৫০ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন।





