AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tax Trap: খুঁটিয়ে দেখুন Salary Slip, লুকিয়ে রয়েছে একাধিক করের গোপন ফাঁদ!

Salary Slip: আপনার স্যালারি স্লিপে HRA বা হোম রেট অ্যালাওয়েন্স, LTA বা লিভ ট্রাভেল অ্যালাওয়েন্স এবং কনভিনিয়েন্স অ্যালাওয়েন্স দেখালেও, তার সবটা কিন্তু করমুক্ত নয়। এই সুবিধাগুলো আপনি তখনই পাবেন, যখন আপনি বাড়ি ভাড়ার রসিদ বা ভ্রমণের উপযুক্ত প্রমাণ জমা দেবেন।

Tax Trap: খুঁটিয়ে দেখুন Salary Slip, লুকিয়ে রয়েছে একাধিক করের গোপন ফাঁদ!
স্যালারি স্লিপে করের গোপন ফাঁদ!Image Credit: Peter Macdiarmid/Getty Images
| Updated on: Nov 20, 2025 | 4:53 PM
Share

যাঁরা চাকরি করেন, তাঁদের কাছে স্যালারি স্লিপ হল মাসের শেষে তাঁদের হাতে আসা একটা বেতনের হিসাব। কিন্তু এই আপাত সরল হিসাবের আড়ালে লুকিয়ে রয়েছে এমন কিছু তথ্য যা না জানলে আয়কর রিটার্ন ফাইল করার সময় আপনার পকেট থেকে বেরিয়ে যেতে পারে অতিরিক্ত টাকা। স্যালারি স্লিপ আপনার মোট উপার্জনের ছবিটা আপনার কাছে স্পষ্ট করে দেয়ে।

সব ভাতা বা অ্যালাওয়েন্স কি কর ছাড় মেলে?

আপনার স্যালারি স্লিপে HRA বা হোম রেট অ্যালাওয়েন্স, LTA বা লিভ ট্রাভেল অ্যালাওয়েন্স এবং কনভিনিয়েন্স অ্যালাওয়েন্স দেখালেও, তার সবটা কিন্তু করমুক্ত নয়। এই সুবিধাগুলো আপনি তখনই পাবেন, যখন আপনি বাড়ি ভাড়ার রসিদ বা ভ্রমণের উপযুক্ত প্রমাণ জমা দেবেন। উপযুক্ত প্রমাণ না দিতে পারলে, স্লিপে থাকা এই পুরো টাকাই আপনার করযোগ্য আয় হিসেবে গণ্য হবে!

‘হাতে পাওয়া বেতন’ কি আপনার করযোগ্য আয়?

অনেকেই ভাবেন, স্যালারি থেকে সব কেটে ‘হাতে পাওয়া বেতনই’ হয়তও আপনার করযোগ্য আয়। কিন্তু এটি একটি ভুল ধারণা। নিয়োগকর্তা আপনার পিএফ অ্যাকাউন্টে ৭ লক্ষ ৫০ হাজার টাকার বেশি জমা দিলে, তা করযোগ্য আয় হিসাবে যুক্ত হবে। অতিরিক্ত যে অংশটি আপনার পিএফ অ্যাকাউন্টে জমা হয়, সেটা কিন্তু আপনার স্যালারি স্লিপে থাকে না। এছাড়াও, কোম্পানি থেকে পাওয়া বিভিন্ন পারকুইজিট—যেমন ফ্রি গাড়ি বা থাকার জায়গার মূল্য—স্লিপে না-ও থাকতে পারে। ফলে, আপনার আসল করের বোঝা অনেক বেশি হতে পারে।

TDS কাটা মানেই কি আপনার শেষ কর?

বেতন থেকে প্রতি মাসে যে TDS বা ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স কেটে নেওয়া হয়, তা আপনার মোট কর নয়। এটা আয়কর দফতরের একটা অনুমান মাত্র। আপনার প্রকৃত কর আরও কম হতে পারে। কারণ, হোম লোনের সুদ, বা সেভিংসের প্রমাণ আয়কর রিটার্ন ফাইলে আপনার কর কমে যেতে পারে।

কর ছাড় কীভাবে পাবেন?

সাধারণত আপনার পিএফ বা পেশাদার করের মতো আইনি ডিডাকশনগুলো স্লিপে থাকে। কিন্তু আপনি বাইরে যে লাইফ ইনসিওরেন্স, পিপিএফ বা হেলথ ইনসিওরেন্সে যে খরচ আপনি করছেন তা আপনার স্যালারি স্লিপে দেখা যায় না। আর সঠিক সময়ে আপনি যে সংস্থায় চাকরি করেন, তাদের এই তথ্য না দিলে, আপনার ট্যাক্স স্ল্যাবের পুরো সুবিধা আপনি নিতে পারবেন না।

পুরোনো না নতুন, কোন কর কাঠামো আপনার জন্য সেরা?

আপনার স্যালারি স্লিপে কিন্তু লেখা থাকে না যে আপনি পুরনো না নতুন, কোন কর কাঠামো অনুযায়ী কর দিচ্ছেন। পুরনো কাঠামো অনুযায়ী আপনি ছাড় ও ডিডাকশনের সুবিধা পান। আর নতুন কাঠামো অনুযায়ী করের হার তুলনামূলকভাবে কম। অনেকেই এই দুটি বিকল্পের মধ্যে তুলনা না করেই রিটার্ন ফাইল করে দেন। যার ফলে অকারণে বেশি কর দিতে হয় অনেক সময়। আপনার বেতনের কাঠামো এবং বিনিয়োগের ওপর নির্ভর করে আপনি কোন কাঠামো অনুযায়ী কর দেবেন।

আপনার পরবর্তী মাসের স্যালারি স্লিপটি খুঁটিয়ে দেখুন এবং প্রতি বছর ফর্ম ১৬-এর সাথে স্লিপের তথ্য মিলিয়ে নিন। আপনার করের বাড়তি টাকা বাঁচানোর চাবিকাঠি কিন্তু লুকিয়ে রয়েছে আপনার স্যালারি স্লিপেই।