Elon Musk And Lord Ganesha: মাস্ককে গণেশ চিনিয়ে দিল Grok AI!
Tesla and SpaceX CEO Elon Musk on Lord Ganesha: ইলন মাস্ক তাঁর তৈরি এআই চ্যাটবট গ্রককে প্রশ্ন করলেন। আর বিষয় কী ছিল? একটা গণেশের মূর্তি। গ্রকে একটি ঐতিহ্যবাহী পিতলের গণেশ ঠাকুরের ছবি পোস্ট করে মাস্ক প্রশ্ন করেছিলেন, 'এটি কী?'

বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল। কারণ, টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক তাঁর তৈরি এআই চ্যাটবট গ্রককে প্রশ্ন করলেন। আর বিষয় কী ছিল? একটা গণেশের মূর্তি। গ্রকে একটি ঐতিহ্যবাহী পিতলের গণেশ ঠাকুরের ছবি পোস্ট করে মাস্ক প্রশ্ন করেছিলেন, ‘এটি কী?’
এই প্রশ্নের উত্তর দিয়ে বিন্দুমাত্র দেরি করেনি গ্রক। মুহূর্তে ১০০ শতাংশ নিখুঁত উত্তর দিয়েছিল সে। নির্ভুলভাবে জানিয়েছিল, এটি হিন্দু দেবতা ‘ভগবান গণেশ’-এর একটি ব্রোঞ্জের তৈরি মূর্তি। গণেশ সকল বাধা, বিঘ্ন দূর করেন। এআই আরও যোগ করেছে—এই মূর্তির মাথা হাতির মতো। এর চারটি হাত এবং পায়ের কাছে একটি ইঁদুর রয়েছে।
— Elon Musk (@elonmusk) November 11, 2025
এই পোস্ট ভারতের সোশ্যাল মিডিয়ায় তাৎক্ষণিক সাড়া ফেলেছে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিন্দু ধর্ম ও সংস্কৃতি নিয়ে এত গভীর আগ্রহ দেখাচ্ছেন, তা দেখে খুশি হয়েছেন অনেকেই। তবে, এটিকে শুধু একটি এআই পরীক্ষা বললে ভুল হবে। বরং প্রযুক্তি ও প্রজ্ঞার এক নতুন মেলবন্ধন এই পোস্ট।
এই বিষয়ে ব্রিটিশ-ভারতীয় উদ্যোগপতি মনোজ লাডওয়া মন্তব্য করেছেন। তিনি নিশ্চিত করেছেন, এটি ইন্ডিয়া গ্লোবাল ফোরামের পক্ষ থেকে মাস্ককে দেওয়া একটি উপহার। তাঁর কথায়, এই প্রতীক মাস্কের সমস্ত রকমের উদ্যোগের জন্য ‘সৌভাগ্য’ এবং ‘বাধা ও বিঘ্ন দূর করার’ আশীর্বাদ নিয়ে এসেছে।
