খুব তাড়াতাড়ি চালু হবে নয়া Vande Bharat Sleeper, গতি আর সময়ে টেক্কা দেবে Rajdhani Express-কেও!
Vande Bharat Sleeper: সূত্রের খবর, দিল্লি থেকে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চলতে পারে আমেদাবাদ, ভোপাল বা পাটনা পর্যন্ত। আর এর ফলে একা ধাক্কায় কয়েক ঘণ্টা কমে যাবে এই ট্রেনে যাতায়াতের সময়।

অবশেষে অপেক্ষার অবসান। হয়তো এই বছরের শেষের দিকেই চালু হতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। এটি বন্দে ভারত এক্সপ্রেসের সম্পূর্ণ নতুন স্লিপার সংস্করণ। চেয়ার কার নয়, নতুন এই স্লিপার ট্রেনে থাকবে আরামদায়ক বার্থ। এই ট্রেন রাতারাতি বদলে দেবে আপনার দূরপাল্লার যাত্রার অভিজ্ঞতা।
সূত্রের খবর, দিল্লি থেকে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চলতে পারে আমেদাবাদ, ভোপাল বা পাটনা পর্যন্ত। আর এর ফলে একা ধাক্কায় কয়েক ঘণ্টা কমে যাবে এই ট্রেনে যাতায়াতের সময়।
#WATCH | Indian Railways to launch sleeper version of Vande Bharat Express
B G Mallya, General Manager of Integral Coach Factory says, “We’ll be launching the sleeper version of the Vande within this financial year. We’ll also be launching the Vande Metro in this financial year.… pic.twitter.com/49q61cScIb
— ANI (@ANI) September 16, 2023
এ ছাড়াও চমক থাকছে এই ট্রেনের গতিবেগে। নতুন এই ট্রেন ঘণ্টায় ১৬০ কিমি বেগে ছুটবে। যেখানে হাওড়া রাজধানীর দিল্লি পৌঁছতে সময় লাগে প্রায় ১৭ ঘণ্টা, সেখানে বন্দে ভারত স্লিপার এই দূরত্ব পার করবে ১৫ ঘণ্টারও কম সময়ে।
কেমন হবে এই ট্রেন? জানা যাচ্ছে, এই ট্রেনে মোট ১৬টি কোচ থাকবে। এর মধ্যে ১টি ফার্স্ট এসি, ৪টি এসি ২-টিয়ার এবং ১১টি এসি ৩-টিয়ার কোচ। নতুন এই ট্রেনের মোট যাত্রী ধারণ ক্ষমতা ৮২৩ জন। প্রতিটি কোচে থাকছে আধুনিক ইন্টিরিয়র, সেন্সর লাইটিং এবং ইউএসবি চার্জিং পোর্ট।
View this post on Instagram
বন্দে ভারত স্লিপার এই ট্রেনে যাত্রী সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হয়েছে। ট্রেনটি সম্পূর্ণভাবে ‘কবচ’ সিস্টেম দ্বারা সুরক্ষিত থাকবে। এই ট্রেন চালু হলে তা শুধু মানুষের সময় বাঁচাবে, এমনটা নয়। এটি ভারতীয় রেলের আধুনিকীকরণ ও আত্মনির্ভরতার পথে একটি বড় পদক্ষেপ হবে। যাত্রীরা রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসের বদলে তখন বন্দে ভারত স্লিপার ট্রেনকেই বেশি পছন্দ করবে বলে আশা করা হচ্ছে।
