Transactions on UPI: অনলাইনে লেনদেনে নতুন রেকর্ড UPI-র, কী বলছে তথ্য?
Transactions on UPI: কী বলছে NPCI-র তথ্য? মে মাসে ইউপিআই মাধ্যমে ১৮.৬৮ বিলিয়ন বার লেনদেন হয়েছে। আর মোট লেনদেনের মূল্য ২৫.১৪ ট্রিলিয়ন টাকা। গতমাসের থেকে ৪ শতাংশ বেশি বার লেনদেন হয়েছে। আবার মোট লেনদেনের মূল্য গতমাসের চেয়ে ৫ শতাংশ বেশি।

নয়াদিল্লি: ক্রমশ বাড়ছে অনলাইনে লেনদেন। দোকান-বাজারে একটু নজর দিলেই তা দেখা যাবে। ছোট থেকে বড় অঙ্কের লেনদেন, এখন বেশিরভাগ মানুষই অনলাইনে করেন। আর অনলাইন লেনদেনের ক্ষেত্রে অন্য মাধ্যমগুলিকে পিছনে ফেলে দিয়েছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)। সেই তথ্যই সামনে এল। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI)-র তথ্য বলছে, লেনদেনের ক্ষেত্রে মে মাসে রেকর্ড করেছে ইউপিআই। যেকোনও মাসে লেনদেনের সব রেকর্ড ভেঙে গিয়েছে।
কী বলছে NPCI-র তথ্য? মে মাসে ইউপিআই মাধ্যমে ১৮.৬৮ বিলিয়ন বার লেনদেন হয়েছে। আর মোট লেনদেনের মূল্য ২৫.১৪ ট্রিলিয়ন টাকা। গতমাসের থেকে ৪ শতাংশ বেশি বার লেনদেন হয়েছে। আবার মোট লেনদেনের মূল্য গতমাসের চেয়ে ৫ শতাংশ বেশি। এপ্রিল মাসে ১৭.৮৯ বিলিয়ন বার ইউপিআই মাধ্যমে লেনদেন হয়েছে। আর মোট লেনদেন হয়েছিল ২৩.৯৫ ট্রিলিয়ন টাকা। এপ্রিলের থেকে প্রতিদিনের লেনদেনও বেশি হয়েছে মে মাসে। এপ্রিল মাসে প্রতিদিন ৫৯৬ মিলিয়ন বার লেনদেন হয়েছে। মে মাসে তা ৬০২ মিলিয়ন বার। আবার এপ্রিলে প্রতিদিন ৭৯ হাজার ৮৩১ কোটি টাকা লেনদেন হয়েছে। মে মাসে তা ৮১ হাজারা ১০৬ কোটি টাকা।
ইউপিআই মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে গত মার্চে সর্বোচ্চ রেকর্ড হয়েছিল। ইউপিআই মাধ্যমে মোট ১৮.৩ বার লেনদেন হয়েছিল। আর মোট লেনদেনের মূল্য ছিল ২৪.৭৭ ট্রিলিয়ন টাকা। সেই রেকর্ডে ভেঙে গেল মে মাসে। প্রথমবার কোনও মাসের লেনদেন ২৫ ট্রিলিয়নের গণ্ডি পার করল।
অনলাইনে লেনদেনের ক্ষেত্রে অন্য মাধ্যমগুলিরও গ্রাফ ঊর্ধ্বমুখী। আইএমপিএস, FASTag এবং আধার এনাবেলড পেমেন্ট সিস্টেমেও লেনলেন বেড়েছে। তবে ইউপিআই মাধ্যমে লেনদেনের তুলনায় অনেকটাই পিছনে তারা।

