AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Travel Savings: বেড়ানোর খরচ কমাতে কোন কোন হ্যাক ব্যবহার করতে পারেন আপনি?

Affordable Travelling: দারুণ ঘরে থাকা নয়, বরং অভিজ্ঞতাই আসল। একটি সমীক্ষা বলছে ৬০ শতাংশের বেশি কম বয়সী ট্রাভেলাররা দামি হোটেলে থাকার বদলে লোকাল খাবার খেতে বা ডর্মেটরিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ৩ হাজার থেকে ৬ হাজার টাকার হোটেলের বিক্রি এখন বেশি, বলছে তথ্যই।

Travel Savings: বেড়ানোর খরচ কমাতে কোন কোন হ্যাক ব্যবহার করতে পারেন আপনি?
সস্তায় বিশ্বভ্রমণ, কীভাবে?Image Credit: Getty Images
| Updated on: Nov 22, 2025 | 3:09 PM
Share

বছরের শেষ চলে এসেছে। আর একই সঙ্গে এসেছে ছুটির মরসুমের প্রবল চাপ। এই সময় সাধারণ ভাবে বিমান ভাড়া বেড়ে যায়। আকাশ ছুঁয়ে ফেলে হোটেলের ভাড়াও। কিন্তু আমরা কি সহজে হার মানার পাত্র? আপনিও তো পকেটের রেস্ত যাতে কিছুটা বাঁচে, সেই ভেবে চিন্তেই পরিকল্পনা করেন। আর এবার যাতে বাড়তি খরচ না হয়, সেই হিসাব করেই পথে নামছেন দেশের স্মার্ট ট্রাভেলাররা।

এতদিন এক ধরনের ভ্রমণ করত বাঙালি মধ্যবিত্তরা। কিন্তু বর্তমান প্রজন্ম সেই ধারণাকে অনেকাংশেই বদলে দিয়েছে। তাদের কাছে দারুণ ঘরে থাকা নয়, বরং অভিজ্ঞতাই আসল। একটি সমীক্ষা বলছে ৬০ শতাংশের বেশি কম বয়সী ট্রাভেলাররা দামি হোটেলে থাকার বদলে লোকাল খাবার খেতে বা ডর্মেটরিতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ৩ হাজার থেকে ৬ হাজার টাকার হোটেলের বিক্রি এখন বেশি, বলছে তথ্যই।

পেটিএম ট্রাভেলের সিইও বিকাশ জালান বলছেন, এখন বুকিং হচ্ছে অনেক আগে থেকেই। দাম বাড়ার আগেই বুকিং করতে তরুণরা একন ফিল্টার ও ফ্রি ক্যানসেলেশনের সুযোগ নিচ্ছে। আসলে নতুন প্রজন্ম হোটেল খরচ সাশ্রয় করে সেই টাকায় বিভিন্ন অভিজ্ঞতা অর্জনের জন্য খরচ করছে।

কবে টিকিট কাটলে সাশ্রয়?

ছোট ট্রিপের ক্ষেত্রে সামান্য কিছু বদল আপনার হাজার হাজার টাকা বাঁচাতে পারে। আপনি যদি মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে বিমানের টিকিট কাটেন, তাহলে ১০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন আপনি। এ ছাড়াও রোড ট্রিপের প্রবণতাও বাড়ছে ভারতীয়দের মধ্যে। যা খরচ অনেকটা কমিয়ে দেয়।

এ ছাড়াও এক ট্যুর এজেন্সির সিইও ও কো-ফাউন্ডার অভিনব পাঠক বলছেন, জনপ্রিয় ট্যুরিস্ট এলাকা থেকে মাত্র ১ থেকে ৩ কিলোমিটার দূরে থাকলেই হোটেলের খবর এক ধাক্কায় কমে যেতে পারে ৩০ থেকে ৪৫ শতাংশ। এ ছাড়াও অফসিজনে বেড়াতে গেলে সেই সময় কম খরচে সব পরিষেবা পাওয়া যায়।

গোটা পরিবার যদি একসঙ্গে আয়, তাহলে আলাদা আলাদা হোটেলের ঘর বুকিং না করে হোমস্টে বা সার্ভিস অ্যাপার্টমেন্ট নিলে খরচ কমে যায় ৩৫ থেকে ৪০ শতাংশ। এ ছাড়াও খাবার যদি তৈরি করে খাওয়া যায় তাহলে খরচ ২ হাজার থেকে ৪ হাজার টাকা কম খরচ হয়।

চেক-আউটের সময় লুকানো চার্জ, অতিরিক্ত ব্যাগেজ ফি বা না-চাওয়া অ্যাড-অন কিন্তু আপনার বিল অনেকটা বাড়িয়ে দিতে পারে। আর সেই কারণেই বিল নেওয়ার সময় সব হিসাব একেবারে ক্লিয়ার করে নিতে হবে। ফলে, একটু নজর রাখলে আর একটু হিসাব করলেই কিন্তু এক ধাক্কায় অনেকটা খরচ কমে যেতে পারে আপনার ডিসেম্বর ট্রিপের।