Triumph Speed 400 নাকি Royal Enfield Guerrilla 450, বাজেট ৩ লক্ষ টাকা হলে কোন বাইকটি কিনতে পারেন আপনি?
Triumph Speed 400 আর Royal Enfield Guerrilla 450, দুই বাইকের দামই প্রায় ৩ লক্ষ। ফলে এই দুই বাইকের তুল্যমূল্য বিচার করা যেতেই পারে। দেখে নিন কে এগিয়ে আর কে রয়েছে পিছিয়ে।

রাস্তায় হাজারো বাইকের মাঝে রয়্যাল এনফিল্ড বা ট্রায়াম্ফের কোনও বাইক যদি যায়, তার সাইলেন্সরের আওয়াজে একবার না একবার মানুষ সে দিকে তাকিয়ে দেখে। আর এই দুই সংস্থার ৩ লক্ষের মধ্যে রয়েছে দুটি দারুণ বাইক। Triumph Speed 400 ও Royal Enfield Guerrilla 450।
দুটো বাইকের ইঞ্জিনই ৪০০সিসির উপরে। দুটো বাইকেই রয়েছে ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ও লিক্যুইড কুলড ইঞ্জিন। গেরিলা ৪৫০ সর্বোচ্চ ৩৯.৪৭ হর্স পাওয়ার তৈরি করে। অন্যদিকে ট্রায়াম্ফ স্পিড ৪০০ সর্বোচ্চ ৩৯.৫ হর্স পাওয়ার প্রডিউস করে। গেরিলার সর্বোচ্চ টর্ক ৪০ নিউটন মিটার ও স্পিড ৪০০-এর সর্বোচ্চ টর্ক ৩৭.৫ নিউটন মিটার।
গেরিলায় রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। অন্যদিকে, স্পিড ৪০০-এ রয়েছে সেমি ডিজিটাল। দুই বাইকের সম্পর্কে কথা বলতে গিয়ে এক বিখ্যাত গাড়ি রিভিউকারী ওয়েবসাইট বলছে স্পিড ৪০০-এর স্পিড বাড়লে ভাইব্রেশনের একটু সমস্যা হতে পারে। এ ছাড়াও এই গাড়ির সঙ্গে টু-পিস টুল কিট দেওয়া হয় না।
অন্যদিকে, রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০-এর রিভিউ বলছে এই গাড়িতে লো এন্ড টর্ক কম রয়েছে। এ ছাড়াও এই বাইকের ইঞ্জিনে নাকি ভাইব্রেশন বেশ বোঝা যায়। দুই বাইকেরই মাইলের ২৮ থেকে ২৯ কিলোমিটারের মধ্যে। আর দুই বাইকেরই কলকাতায় অন রোড প্রাইস ৩ লক্ষ টাকার আশেপাশেই।





