Two wheeler sales: দেশে ফের বাড়ছে দু’চাকা গাড়ি বিক্রি, ৬ বছর পর কোটির মাইলফলক স্পর্শ

Oct 16, 2024 | 5:44 PM

Two wheeler sales: গত ১০ অর্থবর্ষের রিপোর্ট খতিয়ে দেখলে দেখা যাবে, কোনও অর্থবর্ষের প্রথম ৬ মাসে এক কোটির বেশি দু'চাকা গাড়ি প্রথম বিক্রি হয় ২০১৭-১৮ অর্থবর্ষে। ওই অর্থবর্ষের প্রথম ৬ দু'চাকা গাড়ি বিক্রি হয়েছিল ১ কোটি ৫ লক্ষ ১১ হাজার ৪৮০টি। পরের অর্থবর্ষ অর্থাৎ ২০১৮-১৯ অর্থবর্ষে সেই সংখ্যা আরও বাড়ে। ২০১৮-১৯ অর্থবর্ষের প্রথম ৬ মাসে মোট ১ কোটি ১৫ লক্ষ ৬৮ হাজার ৪৯৮টি দু'চাকা গাড়ি বিক্রি হয়েছিল।

Two wheeler sales: দেশে ফের বাড়ছে দুচাকা গাড়ি বিক্রি, ৬ বছর পর কোটির মাইলফলক স্পর্শ
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: দেশে ফের বাড়ছে দু’চাকা গাড়ির চাহিদা। ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ৬ মাসে দু’চাকা গাড়ি বিক্রির গ্রাফ ঊর্ধ্বমুখী। রিপোর্ট বলছে, এই অর্থবর্ষের প্রথম ৬ মাসে এক কোটি বেশি দু’চাকা গাড়ি বিক্রি হয়েছে। এর আগে শেষবার ২০১৮-১৯ অর্থবর্ষের প্রথম ৬ মাসে এক কোটির বেশি দু’চাকার গাড়ি বিক্রি হয়েছিল।

রিপোর্ট বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ৬ মাসে মোট ১ কোটি ১ লক্ষ ৬৪ হাজার ৯৮০টি দু’চাকা গাড়ি বিক্রি হয়েছে। যা গত অর্থবর্ষের এই সময়ের চেয়ে ১৬.৩১ শতাংশ বেশি। এই ১ কোটি দু’চাকা গাড়ির মধ্যে মোটরসাইকেল বিক্রি হয়েছে ৬৪ লক্ষ ৭ হাজার ৮৮৭টি। স্কুটার বিক্রি হয়েছে ৩৪ লক্ষ ৯৭ হাজার ৩০০টি। আর মোপেড বিক্রি হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৭৯৩টি।

গত ১০ অর্থবর্ষের রিপোর্ট খতিয়ে দেখলে দেখা যাবে, কোনও অর্থবর্ষের প্রথম ৬ মাসে এক কোটির বেশি দু’চাকা গাড়ি প্রথম বিক্রি হয় ২০১৭-১৮ অর্থবর্ষে। ওই অর্থবর্ষের প্রথম ৬ দু’চাকা গাড়ি বিক্রি হয়েছিল ১ কোটি ৫ লক্ষ ১১ হাজার ৪৮০টি। পরের অর্থবর্ষ অর্থাৎ ২০১৮-১৯ অর্থবর্ষে সেই সংখ্যা আরও বাড়ে। ২০১৮-১৯ অর্থবর্ষের প্রথম ৬ মাসে মোট ১ কোটি ১৫ লক্ষ ৬৮ হাজার ৪৯৮টি দু’চাকা গাড়ি বিক্রি হয়েছিল। করোনাকালে গাড়ি বিক্রি কমে যায়। গত দুটি অর্থবর্ষে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া যায়। আর এই অর্থবর্ষে প্রথম ৬ মাসে এক কোটির গণ্ডি পেরোল দু’চাকা গাড়ি বিক্রি। মোটরসাইকেল, স্কুটার এবং মোপেড-তিন ধরনের দু’চাকা গাড়ি বিক্রিই গত অর্থবর্ষের চেয়ে অনেকটা বেড়েছে।

এই খবরটিও পড়ুন

২০২৩-২৪ অর্থবর্ষে মোট দু’চাকা গাড়ি বিক্রি হয়েছিল ১ কোটি ৭৯ লক্ষ ৭৪ হাজার ৩৬৫টি। গত অর্থবর্ষের সেই সংখ্যার ইতিমধ্যে ৫৬ শতাংশ দু’চাকা গাড়ি বিক্রি হয়ে গিয়েছে। আবার ২০১৮-১৯ অর্থবর্ষে মোট ২ কোটি ১১ লক্ষ ৮১ হাজার ৩৯০টি দু’চাকা গাড়ি বিক্রি হয়েছিল। এই অর্থবর্ষে সেই সংখ্যার ৪৮ শতাংশ এখনও পর্যন্ত দু’চাকা গাড়ি বিক্রি হয়েছে। এই অর্থবর্ষে দু’চাকা গাড়ি বিক্রির সংখ্যা ২০১৮-১৯ অর্থবর্ষের রেকর্ডকে টপকে যেতে পারে কি না, সেটাই এখন দেখার।

Next Article