AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uber: রোজ কত ভাড়া দেবেন, ঠিক করবেন আপনিই! Uber-এ কাটতে পারবেন মেট্রো টিকিটও

Uber: উবার সম্প্রতিই ঘোষণা করেছে, এবার তাদের অ্যাপ থেকে মেট্রোর টিকিটও কাটা যাবে। তবে আপাতত এই পরিষেবা কেবল মুম্বইয়ের জন্যই চালু হয়েছে। উদ্যোগ সফল হলে, বাকি রাজ্যেও এই পরিষেবা চালু করা হতে পারে।

Uber: রোজ কত ভাড়া দেবেন, ঠিক করবেন আপনিই! Uber-এ কাটতে পারবেন মেট্রো টিকিটও
উবার।Image Credit: Getty Image
| Updated on: Jul 10, 2025 | 11:15 AM
Share

মুম্বই: ক্যাবে চেপে অফিস যান? কিংবা কোথাও যেতে হলেই এই অ্যাপ খুলে গাড়ি বুকিং করেন অনেকে। তাদের জন্য বড় খবর। যাত্রীদের কথা মাথায় রেখে একাধিক নতুন পরিষেবা আনছে দেশের অন্যতম বড় অ্যাপ ক্যাব সংস্থা উবার। এবার উবার অ্যাপ থেকে একদিকে যেমন মেট্রোর টিকিট কাটা যাবে, আবার কত ভাড়ায় আপনি রোজ যাতায়াত করবেন, তাও স্থির করতে পারবেন নিজেই।

উবার সম্প্রতিই ঘোষণা করেছে, এবার তাদের অ্যাপ থেকে মেট্রোর টিকিটও কাটা যাবে। তবে আপাতত এই পরিষেবা কেবল মুম্বইয়ের জন্যই চালু হয়েছে। উদ্যোগ সফল হলে, বাকি রাজ্যেও এই পরিষেবা চালু করা হতে পারে।

ওয়েট অ্যান্ড সেভ-

নতুন যে ফিচার্সগুলি আনা হয়েছে, তার মধ্য়ে অন্যতম হল “ওয়েট অ্যান্ড সেভ”। যাদের কোথাও যাওয়ার ভীষণ তাড়া নেই, তারা এই ফিচার্সের মাধ্যমে অনেকটাই টাকা বাঁচাতে পারবেন। উবার অ্যাপে একটি অপশন থাকে, গো প্রায়োরিটি। এতে দ্রুত পিক আপ করা হয় যাত্রীকে, তবে এর জন্য লাগে অতিরিক্ত চার্জ। এবার ঠিক উল্টো ফিচার্সটাও আনা হচ্ছে। যারা “ওয়েট অ্যান্ড সেভ” অপশন বেছে নেবেন, তারা তুলনামূলক ভাবে কম ভাড়ায় গাড়ি পাবেন, তবে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। অর্থাৎ যাত্রীদের উপরই নির্ভর করবে তারা বেশি ভাড়ায় দ্রুত গন্তব্যে যাবেন নাকি রয়ে-সয়ে কম টাকায় যাবেন।

লক ইন-

যারা নিয়মিত উবারে যাতায়াত করেন, তাদের জন্যও বিশেষ সুবিধা আনা হয়েছে। যে রুটে তারা নিয়মিত যাতায়াত করেন, সেই রুটের ভাড়া লক ইন করতে পারেন। অর্থাৎ প্রতিদিন আপনি সেই ভাড়াতেই যাতায়াত করতে পারবেন। তা সে ব্যস্ত সময়ে হোক বা ব্যাপক যানজটে।

উবার ফর সিনিয়র-

প্রবীণ নাগরিকদের জন্য উবার অ্য়াপ সরলীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের দেখার সুবিধার জন্য বড় বড় বাটন, বুকিংয়ের সহজ প্রক্রিয়া এবং পরিবারের সঙ্গে রিয়েল টাইম ট্রিপ ট্র্যাকিংয়ের সুবিধা পাওয়া যাবে।

উবার টিন-

আবার অল্প বয়সীদের জন্যও বিশেষ পরিষেবা আনা হচ্ছে। থাকবে একাধিক সিকিউরিটি ফিচার্স। নাবালক সন্তান যদি একা ক্যাবে সফর করে, তবে অভিভাবকরা প্রতি মুহূর্তের আপডেট জানতে পাবেন।

উবার পেট-

পোষ্যকে নিয়ে যাওয়ার জন্যও আলাদা গাড়ি বুকিং করতে পারবেন। ড্রাইভাররা আগে থেকেই গাড়ি রেডি রাখতে পারবেন।

এছাড়াও এয়ারপোর্ট প্রায়োরিটি অ্যাক্সেস পরিষেবাও চালু হবে। পুণে, হায়দরাবাদে ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়ে গিয়েছে। এবার মুম্বইতেও চালু হতে চলেছে এয়ারপোর্ট পরিষেবা। টার্মিনাল থেকে বেরিয়ে সরাসরি উবারে উঠতে পারবেন যাত্রীরা। তাদের অপেক্ষা করতে হবে না।