Ulaa Browser: Microsoft, Meta-র পর এবার Google! Zoho ঝড়ের সামনে এবার কি অসহায় Google Chrome?
Zoho Vs Google, Microsoft, Meta: জোহো একের পর এক নতুন অ্যাপ সামনে নিয়ে আসছে। কয়েকদিন আগেই সামনে এসেছিল আরাটটাই নামের এক কলিং ও মেসেজিং অ্যাপ। যে অ্যাপ হোয়াটসঅ্যাপকে টক্কর দেবে। আর এবার জোহোর পরবর্তী লক্ষ্য, গুগল ক্রোম ও অ্যাপেলের সাফারি।

এবার ভারতীয় টেক সংস্থা এবার বিশ্বজয় করার পরিকল্পনা নিয়ে যে মাঠে নেমেছে এই কথা বলাই যায়। কেন বললাম এই কথা? সম্প্রতি সিলিকন ভ্যালির একাধিক বড় বড় সংস্থার বুকের ধুকপুকুনি বাড়িয়ে দিয়েছে ভারতীয় সংস্থা জোহো। জোহোর প্রথম লক্ষ্য ছিল মাইক্রোসফটের অফিস স্যুট। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন এবার থেকে তিনি বিদেশি সংস্থার প্রেজেন্টেশোনের বদলে জোহোতেই প্রেজেন্টেশন তৈরিকে সমর্থন করবেন।
আর তারপর জোহো একের পর এক নতুন অ্যাপ সামনে নিয়ে আসছে। কয়েকদিন আগেই সামনে এসেছিল আরাটটাই নামের এক কলিং ও মেসেজিং অ্যাপ। যে অ্যাপ হোয়াটসঅ্যাপকে টক্কর দেবে। তাতে আবার এমন কিছু ফিচার রয়েছে যা নাকি হোয়াটসঅ্যাপেই নেই। সেই অ্যাপ অ্যাপেল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে একেবারে সামনের সারিতে চলে এসে হইচই ফেলে দিয়েছে ইতিমধ্যেই। আর এবার জোহোর পরবর্তী লক্ষ্য, গুগল ক্রোম ও অ্যাপেলের সাফারি। সেই চমক বজায় রেখেই এবার সামনে এল তাদের উলা ব্রাউজার।
উলা জোর টক্কর দেবে গুগল ক্রোমকে। যদিও এই ব্রাউজারের ইউএসপি হল তার প্রাইভেসি। গুগল ক্রোমের মতো উলাও ক্রোমিয়ামের উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে। যদিও জোহো বলছে উলা এমন অত্যাধুনিক ফিচার দেয় যাতে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে ও বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে আপনার অনলাইন ফুটপ্রিন্ট লুকিয়েও রাখে এই উলা ব্রাউজার। এ ছাড়াও এতে বিল্ট-ইন অ্যাড ব্লকার ও ট্র্যাকার প্রোটেকশনও রয়েছে।
উলাতে পাঁচটি বিশেষ প্রোফাইল মোড রয়েছে। সেগুলো হল Work, Personal, Kids, Developer আর Open Season মোড। এই মোডগুলো বিভিন্ন ধরনের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। ভারত সরকারের Indian Web Browser Development Challenge-ও জিতেছে এই উলা ব্রাউজার। এ ছাড়া এই ব্রাউজারকে উলা তাদের অন্যান্য অ্যাপের সঙ্গে যুক্তও করে দিয়েছে। এ ছাড়াও এই ব্রাউজার জিয়ার (কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সার্চ সিস্টেম) সঙ্গেও যুক্ত রয়েছে। তবে এটাও থিক, এই ব্রাউজারে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বেশ কিছু ফিচার নেই।
কৃত্রমি বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচারের অভাবই উলাকে ক্রোমের মতো প্রতিযোগীর থেকে পিছিয়ে রেখেছে, মনে করছেন বিশেষজ্ঞরাই। ফলে, এই কথা বলাই যায় যে উলা ব্রাউজারকে বিশ্বমঞ্চে সফল হতে গেলে এতে খুব দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচার যোগ করতে হবে। আর এমনটা হলে আগামিদিনে এই ব্রাউজার ক্রোমকেও হারিয়ে দিতে পারে।
