AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতের অশ্বমেধের ঘোড়া, তৈরি হচ্ছে নয়া ইতিহাস, UPI-কে বিরাট স্বীকৃতি IMF-এর!

Unified Payments Interface, IMF: আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের মধ্যে যে সব দেশ অত্যন্ত দ্রুত পেমেন্ট সম্পন্ন করতে পারে, তার মধ্যে ভারত অন্যতম।

ভারতের অশ্বমেধের ঘোড়া, তৈরি হচ্ছে নয়া ইতিহাস, UPI-কে বিরাট স্বীকৃতি IMF-এর!
| Updated on: Jul 15, 2025 | 1:08 PM
Share

ভারতে ইন্টারনেট বিপ্লব নিয়ে এসেছিল জিও। আর সেই বিপ্লবের হাত ধরে ডিজিটাল ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেখেছে গোটা বিশ্ব। আজ ভারতের ইউপিআই তো আজ বিশ্ববন্দিত। ফ্রান্স, সৌদি আরব বা সিঙ্গাপুর সহ একাধিক দেশ আজ ইউপিআই গ্রহণ করেছে। আর এবার ভারতের গর্বের জায়গাকে স্বীকৃতি দিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার।

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা IMF-এর একটি বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের মধ্যে যে সব দেশ অত্যন্ত দ্রুত পেমেন্ট সম্পন্ন করতে পারে, তার মধ্যে ভারত অন্যতম। এই বিবৃতিতেই বলা হয়েছে বর্তমানে দেশে ১৮ বিলিয়নের বেশি লেনদেনে ইউপিআই ব্যবহৃত হয়।

ইউপিআই হল IMPS প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি পেমেন্ট প্ল্যাটফর্ম। ইউপিআইয়ের মাধ্যমে কয়েক মুহূর্তের মধ্যেই টাকা একজনের অ্যাকাউন্ট থেকে অন্যোজনের অ্যাকাউন্টে পাঠানো সম্ভব। আর এই ব্যবস্থার অগ্রগতির ফলে নগদ লেনদেনের উপর ভারতের নির্ভরতা কমেছে অনেকটাই।

তবে ইউপিআই এরই মধ্যে ভারতে ও বিশ্বের একাধিক দেশে নিজের প্রভাব ও প্রতিপত্তি দেখিয়েছে। তবে এই সিস্টেমের এখনও অনেকটা পথ চলা বাকি। ফলে, আগামীতে কীভাবে এই উল্কাগতি ধরে রাখে ইউপিআই, সেদিকেই তাকিয়ে ভারতের বাণিজ্যমহল।