French wine: শয়ে শয়ে ফরাসি ওয়াইন খামার বিক্রি করে দিচ্ছেন চিনের বিনিয়োগকারীরা, কেন?

French wine: অতি উৎসাহী বিনিয়োগকারীরা এখন ওয়াইন খামার বেচতে উঠেপড়ে লেগেছেন। যেন ওয়াইন খামার বেচতে পারলেই হাঁফ ছেড়ে বাঁচবেন। কিন্তু, কেন এমন হল?

French wine: শয়ে শয়ে ফরাসি ওয়াইন খামার বিক্রি করে দিচ্ছেন চিনের বিনিয়োগকারীরা, কেন?
প্রতীকী ছবি । বিধিসম্মত সতর্কীকরণ-অ্যালকোহল সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক
Follow Us:
| Updated on: Nov 13, 2024 | 7:55 PM

বেজিং: ওয়াইনপ্রেমীদের কাছে ফ্রান্সের বোর্দো অঞ্চলের আলাদা কদর। পৃথিবী বিখ্যাত ওয়াইন তৈরি হয় এখানে। বছর দশেকের বেশি আগে থেকে এখানকার একের পর এক ওয়াইন খামার কিনতে শুরু করেন চিনের বিনিয়োগকারীরা। তাঁদের স্বপ্ন ছিল, ফ্রান্সে বিলাসবহুল জীবনযাপন করবেন। আর চিনে ওয়াইন পাঠিয়ে কাঁচাপয়য়া আয় করবেন। কিন্তু, এক দশক কাটতে না কাটতেই অন্য চিত্র দেখা যাচ্ছে। চিনা বিনিয়োগকারীরা ওয়াইন খামার বিক্রি করে দিচ্ছেন। হঠাৎ কেন চিনা বিনিয়োগকারীরা ওয়াইন খামার বিক্রি করে দিচ্ছেন?

সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, চিনা বিনিয়োগকারীদের ওয়াইন খামার বিক্রি করে দেওয়ার একাধিক কারণ রয়েছে। প্রথমত, এশিয়ায় ওয়াইনের চাহিদা কমে যাওয়া। দ্বিতীয়ত, একটি ওয়াইন খামার চালাতে যে অর্থ খরচ হতে পারে, তা নিয়ে পরিষ্কার ধারণা নেই চিনা বিনিয়োগকারীদের। তাছাড়া চিনের পুঁজির উপর নিয়ন্ত্রণের বিষয়টিও রয়েছে। এক বাজার বিশেষজ্ঞ বলেন, চিনের বিনিয়োগকারীরা আর বিদেশে বিনিয়োগ করতে পারছেন না। কারণ, তাঁদের অর্থ চিনে আটকে পড়ে রয়েছে। এসব কারণেই অতি উৎসাহী বিনিয়োগকারীরা এখন ওয়াইন খামার বেচতে উঠেপড়ে লেগেছেন। যেন ওয়াইন খামার বেচতে পারলেই হাঁফ ছেড়ে বাঁচবেন।

চিনের বিনিয়োগকারীরা প্রথম যেসব আঙুরের বাগান কিনেছিলেন, তার মধ্যে একটি ছিল শ্যাতো লাতু লাগুয়েন। ২০০৯ সালে একটি চিনা কোম্পানি ওয়াইন তৈরির এই প্রতিষ্ঠান কেনে। এরপর দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের দুশোর বেশি ভূসম্পত্তি কেনেন চিনা বিনিয়োগকারীরা। গত মে মাসে ফরাসি কর্তৃপক্ষ ৯টি শ্যাতো বাজেয়াপ্ত করেছে। এক দশক আগে এগুলি কিনেছিলেন চিনের ধনকুবের নাইজি ছু। হাইচাং ব্যবসায়ী গোষ্ঠীর এই প্রতিষ্ঠাতা কিছুদিন আগে দুর্নীতির অভিযোগে দণ্ডিত হয়েছেন।

বোর্দো এলাকায় চিনের বিনিয়োগকারীদের যত শ্যাতো ছিল, তার ৮০ শতাংশের কাছাকাছি মালিক সেগুলি বিক্রি করতে চান। বাকিরা অপেক্ষা করছেন, দাম একটু বাড়লেই ওয়াইন খামার তাঁরা বিক্রি করবেন।