Gold Price Today: দু’দিনে ৪৫০০ টাকা কমল সোনার দাম, এই সুযোগ মিস করলে হাত কামড়াতে হবে নিজেকেই

Gold-Silver Rate: কেনাকাটি চলছে ক্রেতাদের। দিল খুশ বিক্রেতাদেরও। তবে শুধু তো আর বিক্রেতাদের জন্য নয়, রয়েছে ক্রেতাদের জন্যও ভাল খবর। লাগাতার কমছে সোনার দাম।

Gold Price Today: দু'দিনে ৪৫০০ টাকা কমল সোনার দাম, এই সুযোগ মিস করলে হাত কামড়াতে হবে নিজেকেই
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI
Follow Us:
| Updated on: Nov 14, 2024 | 8:10 AM

কলকাতা: বিয়ের মরশুমে চাঙ্গা সোনার বাজার। রোজই কেনাকাটি চলছে ক্রেতাদের। দিল খুশ বিক্রেতাদেরও। তবে শুধু তো আর বিক্রেতাদের জন্য নয়, রয়েছে ক্রেতাদের জন্যও ভাল খবর। লাগাতার কমছে সোনার দাম। গতকাল, বুধবারই একধাক্কায় ৪০০০ টাকারও বেশি সোনার দামে পতন হয়েছিল। আজও সামান্য কমল সোনার দাম। পাশাপাশি কমেছে রুপোর দামও। তবে আর অপেক্ষা কীসের। আজই কিনে ফেলুন বাজেট অনুযায়ী সোনা বা রুপো। তবে তার আগে দামটা জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

আজ, ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৪৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭০ হাজার ৪৪০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৭ লক্ষ ৪ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা কমেছে সোনার দাম।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৬৮৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৬ হাজার ৮৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ৬৮ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৭৬৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৬৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৭৬ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে আজ। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯০ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।