Why Startups Fail: স্টার্ট আপ ব্যর্থ হওয়ার পিছনে আসলে মস্তিষ্কের খেলা?
Mind Games: স্টার্ট আপের ব্যর্থতার কথা বলতে গিয়ে তিনি বলেছেন, স্টার্ট আপগুলো কেন ব্যর্থ হয়। পান্ডিয়া বলছেন, প্রোডাক্টের জন্য এই সব স্টার্ট আপগুলো ব্যর্থ হয়, এমনটা কিছু ক্ষেত্রে সত্যি হলেও বেশিরভাগ ক্ষেত্রটা এমন নয়।

স্টার্ট আপ, শুনতে খুবই সুন্দর একটা শব্দ। কোনও নতুন সংস্থা যা কোনও উদ্ভাবনের মাধ্যমে একটি ব্যবসায়িক মডেল খুঁজে বের করবে, তাকেই আমরা সাধারণত স্টার্ট আপ বলি। কিন্তু আমাদের দেশে স্টার্ট আপের চিত্রটা কেমন? GrowEasy AI-এর প্রতিষ্ঠাতা তেজ পান্ডিয়া তাঁর লিঙ্কডইন পোস্টে সেই সত্য তুলে ধরলেন।
ওই যে বললাম শুরুতেই, স্টার্ট শুনতে ভাল। কিন্তু আসলে চিত্রটা গ্ল্যামারাস নয়, অনেকটা যন্ত্রণার। তেজ পান্ডিয়া বলছেন, স্টার্টআপ মানেই উদ্ভাবন আর লক্ষ্মীলাভ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে চরম মানসিক ও আর্থিক ভোগান্তি। তিনি স্পষ্ট বলছেন, ‘ভারতে ১০টির মধ্যে ৯টি স্টার্ট আপ ব্যর্থ হয়’।
স্টার্ট আপের ব্যর্থতার কথা বলতে গিয়ে তিনি বলেছেন, স্টার্ট আপগুলো কেন ব্যর্থ হয়। পান্ডিয়া বলছেন, প্রোডাক্টের জন্য এই সব স্টার্ট আপগুলো ব্যর্থ হয়, এমনটা কিছু ক্ষেত্রে সত্যি হলেও বেশিরভাগ ক্ষেত্রটা এমন নয়। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিষ্ঠাতারা প্রথমেই ভেঙে পড়েন। অর্থাৎ, এই লড়াইয়ে এগিয়ে যাওয়ার থেকেও কঠিন হল টিকে থাকার লড়াইটা।
প্রতিষ্ঠাতারা নিজেদের বোঝান কীভাবে এগিয়ে যাবে সংস্থা। তাঁরা আসলে একটা ভ্রমের মধ্যে বাঁচেন। নিজেকে বোঝান পরের ফিচারটি চালু হলেই স্টার্ট আপে গ্রোথ আসবে। বা আগামী মাসেই ঘুরে দাঁড়াবে সংস্থা। কিন্তু এই যে অনিশ্চয়তার সময়, এক একটা মুহূর্তই এক একটা মাসের মতো কাটে।
অথচ, সেই স্টার্ট আপের প্রতিষ্ঠাতার সঙ্গে যাঁরা কর্পোরেট জীবন শুরু করেছিলেন, তাঁদের জীবনটা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে এতদিনে। তাঁদের কেউ দামি গাড়ি কিনছেন, কেউ বা বিদেশে ছুটি কাটাচ্ছেন। আর সেই পরিস্থিতিতে সকলের কাঁধেই দায়িত্ব। আর সেই কারণেই ভেঙে পড়তে থাকেন প্রতিষ্ঠাতারা।
কর্পোরেটের বন্ধুরা যখন ব্যস্ত, নিজের সংস্থার কর্মচারীরা যখন প্রোডাক্ট, ইনভেস্টর নিয়ে ব্যস্ত তখন প্রতিষ্ঠার মানসিক স্থিতিশীলতা বজায় রাখাই আসল যুদ্ধ। বিশেষজ্ঞরা বলেন, মানসিক স্থিতিশীলতা না থাকলে ইনভেস্টররা টাকা ঢাললেও, মার্কেটে প্রোডাক্টের চাহিদা থাকলেও একাধিক নতুন কারণে স্টার্ট আপ ব্যর্থ হতে পারে।
তেজ পান্ডিয়া বলছেন, স্টার্ট আপ আসলে কোনও আইডিয়া বা তাকে বাস্তবে পরিণত করা নয়। আসল খেলাটা হল যখন চারিদিকে মাৎসন্যায়, তখন নিজের মস্তিস্ককে বরফ শীতল রাখা। তবে শেষ কথা একটাই, ওই যে শুরুতেই বলেছিলাম ডিলিউশন, সেই ডিলিউশনকে বাস্তবে পরিণত করাটাই এই স্টার্ট আপ নিয়ে আপনার জীবনের যুদ্ধের একটা অন্তিম পরিণতি।
