AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Primary TET: কীভাবে নেবেন প্রাথমিক টেটের প্রস্তুতি? পরীক্ষা পাস করতে কোন কোন বিষয় পড়তে হবে?

Recruitment 2022: বাজারে এই পরীক্ষার সংক্রান্ত বেশ কিছু ভাল বই কিনতে পাওয়া যায়। এছাড়াও অসংখ্য ইউটিউব চ্যানেল পরীক্ষার প্রস্তুতি ও সিলেবাস নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছে।

Primary TET: কীভাবে নেবেন প্রাথমিক টেটের প্রস্তুতি? পরীক্ষা পাস করতে কোন কোন বিষয় পড়তে হবে?
ছবি- প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Oct 21, 2022 | 9:30 AM
Share

১৪ অক্টোবর থেকে প্রাথমিকে নিয়োগের (Primary TET) প্রক্রিয়া শুরু হয়েছে। মোট ১১ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। দীর্ঘ ৫ বছর পর প্রাথমিকে নিয়োগ হবে, সেই কারণে অনেকেই এই পরীক্ষায় বসবেন বলেই মনে করা হচ্ছে। যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাসের পাশাপাশি ডি.এল.এড থাকলে এই পরীক্ষার জন্য আবেদন করা যাবে। কিন্তু প্রাথমকি টেটের পরীক্ষা পদ্ধতি কী এবং কোনও বিষয় পড়লে এই পরীক্ষা পাস করা সম্ভব, তা অনেকের কাছেই অজানা। প্রাথমিক টেটের জন্য কোন কোন বিষয় পড়তে হবে এবং কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে, তা জেনে নেওয়া যাক…

পরীক্ষা পদ্ধতি

প্রাথমিক টেটের জন্য মোট ১৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। যাঁর প্রথম থেকে পঞ্চম শ্রেণি অবধি শিক্ষকতা করতে চান, তার এই পরীক্ষায় পাস করলে সেই সুযোগ পাবেন। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, MCQ পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর বরাদ্দ। তবে টেটের ক্ষেত্রে কোনও নেগেটিভ মার্কিং নেই।

কী ধরনের প্রশ্ন করা হয়?

প্রাথমিক টেট পরীক্ষায় শিশু বিকাশ ও পেডাগগি, আবশ্যিক ভাষা ১, আবশ্যিক ভাষা ২, অঙ্ক, পরিবেশবিদ্যা, এই পাঁচটি বিষয় থেকে মূলত প্রশ্ন আসে। প্রতিটি বিষয় থেকে ৩০টি করে প্রশ্ন আসে। তাই সব কটি বিষয়ে গুরত্বপূর্ণ এবং যথাযথ নজর দিয়ে পড়াশুনো করতে হবে।

তবে বিস্তারিত সিলেবাস ও পরীক্ষার ধরন জানতে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট https://www.wbbpe.org/ দেখা বাধ্যতামূলক। বাজারে এই পরীক্ষার সংক্রান্ত বেশ কিছু ভাল বই কিনতে পাওয়া যায়। এছাড়াও অসংখ্য ইউটিউব চ্যানেল পরীক্ষার প্রস্তুতি ও সিলেবাস নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছে। সেই বিষয়গুলি নিয়ে ভাল করে গবেষণা করে পড়াশুনো শুরু করলে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও আগের বছর টেটের প্রশ্নপত্র যথাযথভাবে দেখতে হবে, তবে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে, সেই সম্পর্কে ধারণা পাওয়া যাবে।