NCL Recruitment 2023: স্নাতক পাশ করলেই চাকরির সুযোগ, ৭০০ শূন্যপদে নিয়োগ চলছে নর্থান কোলফিল্ডস লিমিটেডে

NCL Recruitment 2023: নর্থান কোলফিল্ডস লিমিটেডের তরফে জানানো হয়েছে, আগামী ২০ জুলাই থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ৩ অগস্ট।

NCL Recruitment 2023: স্নাতক পাশ করলেই চাকরির সুযোগ, ৭০০ শূন্যপদে নিয়োগ চলছে নর্থান কোলফিল্ডস লিমিটেডে
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2023 | 7:00 AM

নয়া দিল্লি: স্নাতক পাশ করার পর হন্যে হয়ে চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। নর্থান কোলফিল্ডস লিমিটেডের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। স্নাতক ও ডিপ্লোমাপ্রাপ্তরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন। অ্যাপ্রেন্টিস ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আগ্রহী আবেদনকারীরা এনসিএলের অফিসিয়াল ওয়েবসাইট www.nclcil.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।

নর্থান কোলফিল্ডস লিমিটেডের তরফে জানানো হয়েছে, আগামী ২০ জুলাই থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ৩ অগস্ট। মোট ৭০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

শূন্যপদ-

ব্যাচেলর অব কম্পিউটার অ্যাপ্লিকেশন- ২৫টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ব্যাচেলর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলেকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং- ১৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ব্যাচেলর অব ফার্মেসি- ২০টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ব্যাচেলর অব কমার্স- ৩০টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ব্যাচেলর অব সায়েন্স- ৪৪টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ব্যাচেলর অব ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং- ৭২টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ব্যাচেলর অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- ৯১টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ব্যাচেলর অব মাইনি ইঞ্জিনিয়ারিং- ৮৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ব্যাচেলর অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- ২টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলেকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং- ১৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ডিপ্লোমা ইন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং- ৯০টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- ১০৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।

ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং- ১১৪টি শূন্যপদে নিয়োগ করা হবে।

বয়সসীমা-

এই শূন্যপদে যারা আবেদন করতে চান, তাদের বয়স ১৮ বছর থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে বিই, বি.টেক বা ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে।