AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Best Colleges of India: প্রকাশ পেল CUET স্নাতক স্তরের পরীক্ষার ফল! কোন কলেজে আবেদন জানাবেন? কোনটা সেরা?

Best Colleges of India: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (CUET) - আন্ডারগ্র্যাজুয়েট পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। NTA-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্কোরকার্ড দেখতে পারবেন পরীক্ষার্থীরা। যোগ্য প্রার্থীরা নিজেদের পছন্দের বিশ্ববিদ্যালয় এবং কোর্সে আবেদনও করতে পারবেন।

Best Colleges of India: প্রকাশ পেল CUET স্নাতক স্তরের পরীক্ষার ফল! কোন কলেজে আবেদন জানাবেন? কোনটা সেরা?
| Edited By: | Updated on: Jul 04, 2025 | 6:29 PM
Share

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (CUET) – আন্ডারগ্র্যাজুয়েট পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। NTA-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের স্কোরকার্ড দেখতে পারবেন পরীক্ষার্থীরা। যোগ্য প্রার্থীরা নিজেদের পছন্দের বিশ্ববিদ্যালয় এবং কোর্সে আবেদনও করতে পারবেন। কিন্তু কোথায় আবেদন করবেন বুঝতে পারছেন না। চিন্তা নেই! এই প্রতিবেদনে রইল NIRF র‍্যাঙ্কিং অনুসারে ভারতের সেরা ১০টি কলেজের তালিকা।

১। হিন্দু কলেজ, দিল্লি

দিল্লির অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান হিন্দু কলেজ, NIRF র‍্যাঙ্কিং অনুযায়ী প্রথম স্থানে রয়েছে, যার স্কোর ৭৪.৪৭। ভর্তির জন্য প্রয়োজনীয় পাস পার্সেন্টেজ কলেজ ও কোর্সভেদে আলাদা হয়।

২। মিরান্ডা হাউস, দিল্লি

১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি মহিলাদের জন্য সেরা কলেজগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। NIRF র‍্যাঙ্কিং অনুযায়ী এর স্কোর ৭৩.২২ এবং এটি দ্বিতীয় স্থানে রয়েছে।

৩। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবর্ষ কলেজ (রহড়া, পশ্চিমবঙ্গ)

১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই কলেজ বর্তমানে স্বশাসিত ও পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। এটি NIRF ২০২৪ অনুযায়ী তৃতীয় স্থানে রয়েছে, স্কোর ৭২.৯৭।

৪। সেন্ট স্টিফেন্স কলেজ, দিল্লি

এই ঐতিহাসিক কলেজটি ১৮৮১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং একই স্কোর (৭২.৯৭) নিয়ে যৌথভাবে তৃতীয় স্থান দখল করেছে।

৫। আত্মা রাম সনাতন ধর্ম (ARSD) কলেজ, দিল্লি

১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি ২০২৪ সালের NIRF র‍্যাঙ্কিং অনুযায়ী পঞ্চম স্থানে রয়েছে, স্কোর ৭২.৫৯। বিগত কয়েক বছরে কলেজটির র‍্যাঙ্ক ধারাবাহিকভাবে উন্নত হয়েছে।

৬। সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা

৭২.১৫ স্কোর নিয়ে এটি ষষ্ঠ স্থানে রয়েছে। এটি NAAC কর্তৃক A++ গ্রেড প্রাপ্ত এবং একাডেমিক উৎকর্ষতার জন্য বিখ্যাত।

৭। PSGR কৃষ্ণম্মল কলেজ ফর উইমেন, কোয়েম্বাটোর, তামিলনাড়ু

২০২৪ সালের NIRF অনুযায়ী সপ্তম স্থান অধিকার করেছে, স্কোর ৭২.০৯। এটি UGC কর্তৃক “College of Excellence” হিসেবে স্বীকৃত।

৮। লোয়োলা কলেজ, চেন্নাই, তামিলনাড়ু

স্কোর ৭০.৭৪ নিয়ে এই যিশুসমাজ-পরিচালিত স্বশাসিত কলেজটি অষ্টম স্থানে রয়েছে। এটি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং NAAC কর্তৃক A গ্রেড প্রাপ্ত।

৯। কিরোরি মাল কলেজ, দিল্লি

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এই কলেজটি নবম স্থানে রয়েছে, স্কোর ৬৯.৮৬। বিজ্ঞান ও কলা দুই বিভাগেই এটি ভাল ফল করে থাকে।

১০। লেডি শ্রীরাম কলেজ ফর উইমেন (LSR), দিল্লি

এই কলেজ দশম স্থানে রয়েছে স্কোর ৬৯.৪৯ সহ। এটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এবং বিজ্ঞানের পাশাপাশি কলা বিভাগেও অত্যন্ত খ্যাতনামা।

প্রতিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত যোগ্যতা, ফি এবং কোর্স সম্পর্কিত তথ্য জানতে পারবেন।