AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway Recruitment 2024: মাধ্যমিক পাশেই রেলে চাকরির সুযোগ, এই সুযোগ হাতছাড়া করবেন না

Railway Recruitment 2024: পশ্চিম-মধ্য রেলওয়ের তরফে প্রকাশ করা হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ওয়েস্ট-সেন্ট্রাল রেলওয়ের ওয়েবসাইট  wcr.indianrailways.gov.in -এ ক্লিক করে আবেদন করতে পারেন।

Railway Recruitment 2024: মাধ্যমিক পাশেই রেলে চাকরির সুযোগ, এই সুযোগ হাতছাড়া করবেন না
প্রতীকী ছবি।Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jan 15, 2024 | 6:00 AM
Share

নয়া দিল্লি: কম শিক্ষাগত যোগ্যতা? তাতে কি হয়েছে? আপনার জন্য রয়েছে সরকারি চাকরির সুযোগ। তাও আবার রেলে চাকরি। পশ্চিম-মধ্য রেলওয়ের তরফে প্রকাশ করা হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ওয়েস্ট-সেন্ট্রাল রেলওয়ের ওয়েবসাইট  wcr.indianrailways.gov.in -এ ক্লিক করে আবেদন করতে পারেন। ৩১ ডিসেম্বর থেকে এই শূন্যপদে কর্মী নিয়োগ শুরু হয়েছে।

পশ্চিম-মধ্য রেলওয়ের তরফে জানানো হয়েছে, মোট ৩০১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা-

এই শূন্যপদে যারা আবেদন করবেন, তাদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে দশম শ্রেণি পাস হতে হবে। এছাড়া আবেদনকারীর ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা-

এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের বয়সসীমা ১৫ বছর থেকে ২৪ বছর ধার্য করা হয়েছে।

আবেদন ফি-

এই শূন্যপদে আবেদন করার জন্য ১৩৬ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলা আবেদনকারীদের মাত্র ৩৬ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

কীভাবে আবেদন করবেন?

প্রথমে পশ্চিম-মধ্য রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট wcr.indianrailways.gov.in- এ ক্লিক করতে হবে।

এবার হোমপেজে নিয়োগের বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।

এবার নাম রেজিস্টার করে অ্যাকাউন্টে লগ ইন করুন।

পরের ধাপে আবেদন ফি জমা দিন।

এবার সাবমিট অপশনে ক্লিক করুন।