Coalfields Ltd Recrutiment:  বেসিক পে ৩৯ হাজার টাকা, কেন্দ্রীয় সংস্থার এই চাকরিতে তাড়াতাড়ি করুন আবেদন

Coalfields Ltd Recrutiment:  কেন্দ্রীয় সরকারের কোলফিল্ডস লিমিটেডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশেই এই কেন্দ্রীয় সংস্থায় গ্রুপ সি ও গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে।

Coalfields Ltd Recrutiment:  বেসিক পে ৩৯ হাজার টাকা, কেন্দ্রীয় সংস্থার এই চাকরিতে তাড়াতাড়ি করুন আবেদন
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2022 | 8:10 AM

কেন্দ্রীয় সরকারে চাকরির সুযোগ খুলে গেল রাজ্যের চাকরি প্রার্থীদের কাছে। কেন্দ্রীয় সরকারের কোলফিল্ডস লিমিটেডের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশেই এই কেন্দ্রীয় সংস্থায় গ্রুপ সি ও গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন। এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা:

কোলফিল্ডস লিমিটেডের (Coalfields Limited) তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম:

মাইনিং সর্দার (Mining Sirdar)

মোট শূন্যপদের সংখ্যা:

৩৭৪ টি

শিক্ষাগত যোগ্যতা:

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা ডিপ্লোমা করতে হবে। এর পাশাপাশি ওভারম্যান, গ্যাস টেস্টিং ও এইড সার্টিফিকেট থাকতে হবে।

বেতন:

মাসিক বেসিক পে ৩১ হাজার ৮৫২ টাকা।

পদের নাম:

সারেভওর (Surveyor)

মোট শূন্যপদের সংখ্যা:

মোট ৩১ টি পদে করতে হবে আবেদন।

শিক্ষাগত যোগ্যতা:

মাধ্যমিক পাশের পাশাপাশি মাইনিং বা সারভেওর ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা ডিপ্লোমা করতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।

বেতন:

মাসিক বেসিক পে ৩৪,৩৯১ টাকা।

বয়সসীমা:

দুটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী, সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি:

অনলাইনের মাধ্য়মে করতে হবে আবেদন।

আবেদন শুরুর তারিখ:

১ ডিসেম্বর অর্থাৎ আজ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।

আবেদনের শেষ তারিখ:

২২ ডিসেম্বর অবধি করা যাবে আবেদন।

আবেদনমূল্য:

অসংরক্ষিত/OBC/EWS প্রার্থীদের আবেদনমূল্য বাবদ ১ হাজার টাকা ধার্য করা হয়েছে। তবে SC/ST/PWD/ESM প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি:

লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

এই বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন