SBI Recruitment: বেতন সর্বাধিক ৪০,০০০, SBI-এই এই পদে কারা আবেদন করতে পারবে জানুন

SBI Recruitment: মোট ১৪৩৮ টি শূন্যপদে হবে নিয়োগ। ১০ জানুয়ারি পর্যন্ত আবেদনের সময় রয়েছে।

SBI Recruitment: বেতন সর্বাধিক ৪০,০০০, SBI-এই এই পদে কারা আবেদন করতে পারবে জানুন
স্টেট ব্যাঙ্কে নিয়োগ
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2023 | 7:08 AM

নয়া দিল্লি: ব্যাঙ্কের চাকরির প্রতি আকর্ষণ থাকে অনেকেরই, আর সেটা যদি স্টেট ব্যাঙ্কের হয়, তাহলে তো কথাই নেই! রাষ্ট্রায়ত্ত্ব এই ব্যাঙ্কের যে কোনও পদে চাকরিই যথেষ্ট নিরাপদ বলেই মনে করেন সবাই। প্রতিযোগিতা বেশি হলেও এই ব্যাঙ্কের চাকরির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেন অনেকে। এবার চাকরির সুযোগ আনল সেই ব্যাঙ্ক। অনলাইনে আবেদন নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

কালেকশন ফেসিলিটেটর পদে নিয়োগ করা হচ্ছে। তবে মূলত অবসরপ্রাপ্তদের জন্য চুক্তি ভিত্তিতে এই নিয়োগ করা হচ্ছে।

মোট ১৪৩৮ টি শূন্যপদে হবে নিয়োগ। ব্যাঙ্কের সিপিসি, আঞ্চলিক অফিস, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, অ্যাসেট ট্র্যাকিং সেন্টার ও অন্যান্য শাখার জন্য এই নিয়োগ চলছে। ১০ জানুয়ারি পর্যন্ত আবেদনের সময় রয়েছে। তার মধ্যে sbi.co.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

কত শূন্যপদে কত নিয়োগ

জেনারেল- ৬৮০ ইডব্লুএস- ১২৫ ওবিসি- ৩১৪ এসসি- ১৯৮ এসটি- ১২১

কোন পদে কত বেতন

ক্লার্ক- ২৫ হাজার জেএমজিএস১- ৩৫ হাজার এমএমজিএস২- ৪০ হাজার এমএমজিএস৩- ৪০ হাজার

কারা আবেদন করতে পারবেন

স্টেট ব্যাঙ্ক বা অন্যান্য ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক বা কর্মীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ৬৩ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। সার্ভিস রেকর্ডে কোনও অভিযোগ থাকবে না। কাজ সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা থাকবে।

কীভাবে আবেদন করবেন

sbi.co.in ওয়েবসাইটে career পেজে যেতে হবে।

ENGAGEMENT OF RETIRED BANK OFFICERS/STAFF OF SBI & e-ABs ON CONTRACT BASIS- এই অপশনে ক্লিক করতে হবে।

Apply Online অপশনে ক্লিক করুন।

ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় নথি আপলোড করুন।

সব শেষে একটি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিন।