AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

JEXPO 2023: সরকারি পলিটেকনিক কলেজে ভর্তির জন্য দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের ফল প্রকাশ, রইল বিস্তারিত

JEXPO: যে সমস্ত প্রার্থী সফল হয়েছেন, তাঁদের সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করতে হবে। সঙ্গে রাখতে হবে ২ কপি অ্যালটমেন্ট লেটার ও অন্যান্য নথি। ২৫ অগস্ট থেকে ২৯ অগস্ট পর্যন্ত রিপোর্টিংয়ের সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে।

JEXPO 2023: সরকারি পলিটেকনিক কলেজে ভর্তির জন্য দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের ফল প্রকাশ, রইল বিস্তারিত
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পলিটেকনিক্স বা জেক্সপো। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 26, 2023 | 9:00 AM
Share

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পলিটেকনিক্স বা জেক্সপো ২০২৩ (JEXPO 2023)-এর দ্বিতীয় রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট ঘোষণা করা হয়েছে। ২৫ অগস্ট আসনসংক্রান্ত এই তালিকা প্রকাশ করেছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ (কারিগরি শিক্ষা বিভাগ)। কাউন্সিলের ওয়েবসাইট webscte.co.in. -এ ফল প্রকাশিত হয়েছে।

যে সমস্ত প্রার্থী সফল হয়েছেন, তাঁদের সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করতে হবে। সঙ্গে রাখতে হবে ২ কপি অ্যালটমেন্ট লেটার ও অন্যান্য নথি। ২৫ অগস্ট থেকে ২৯ অগস্ট পর্যন্ত রিপোর্টিংয়ের সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে। উল্লেখ্য, জেক্সপো ২০২৩-এ কাউন্সেলিংয়ের জন্য চারটি রাউন্ড রাখা হয়েছে। একেবারে শেষে স্পট কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া হবে। ম্য়ানেজমেন্ট কোটায় আরও ভর্তির জন্য আরও একটি রাউন্ড থাকবে। ৩০ অগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা করা হবে

কীভাবে জেক্সপো ২০২৩-এর সিট অ্যালটমেন্ট ফল দেখবেন-

১. অফিশিয়াল পোর্টাল webscte.co.in যান।

২. হোমপেজে ‘2nd Phase Allotment Result of JEXPO 2023’ ক্লিক করুন।

৩. নতুন পেজ খুলতেই রেজিস্টার্ড মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিন।

৪. WB JEXPO Round 2 Seat Allotment Result 2023 ভেসে উঠবে স্ক্রিনে।

৫. ফলাফল ডাউনলোড করে নিন।

ওয়েস্ট বেঙ্গল জেক্সপো কাউন্সেলিংয়ের মাধ্যমে রাজ্যের বিভিন্ন পলিটেকনিক কলেজে ভর্তির সুযোগ থাকবে। এ বছর ৩ জুন পরীক্ষা নেওয়া হয়। জেক্সপো ও ভোকলেটের মাধ্যমে পলিটেকনিকের দু’টি স্তরে রাজ্যের কলেজগুলিতে ভর্তির সুযোগ পাওয়া যায়। প্রথম দফায় আসন বিন্যাসের রেজাল্ট প্রকাশিত হয় গত সপ্তাহে।