AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPSC 2026 Schedule: ২০২৬ সালে কবে হবে UPSC পরীক্ষা? কবে থেকে শুরু আবেদন? জানিয়ে দিল সবটা

UPSC 2026 Schedule: ২০২৬ সালের UPSC পরীক্ষা কবে হবে? দিনক্ষণ জানিয়ে দিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। এই বিষয়ে, UPSC কর্তৃক ২০২৬ সালের বার্ষিক ক্যালেন্ডারও প্রকাশ করা হয়েছে।

UPSC 2026 Schedule: ২০২৬ সালে কবে হবে UPSC পরীক্ষা? কবে থেকে শুরু আবেদন? জানিয়ে দিল সবটা
| Updated on: May 15, 2025 | 7:06 PM
Share

২০২৬ সালের UPSC পরীক্ষা কবে হবে? দিনক্ষণ জানিয়ে দিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। এই বিষয়ে, UPSC কর্তৃক ২০২৬ সালের বার্ষিক ক্যালেন্ডারও প্রকাশ করা হয়েছে। ক্যালেন্ডার অনুসারে, সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৪ মে ২০২৬। তার সঙ্গে, ইউপিএসসি পরিচালিত এনডিএ, সিডিএ, সিএমএস, সিএপিএফের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার তারিখও ক্যালেন্ডারে ঘোষণা করা হয়েছে।

সিভিল সার্ভিস পরীক্ষার বিষয়ে বিজ্ঞপ্তি ১৪ জানুয়ারি জারি করা হবে। ২০২৬ সালের জন্য UPSC কর্তৃক প্রকাশিত বার্ষিক ক্যালেন্ডার অনুসারে, সিভিল সার্ভিস পরীক্ষার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ১৪ জানুয়ারি, ২০২৬ প্রকাশিত হবে। তখন আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদনের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২৬।

সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৪শে মে, রবিবার। প্রসঙ্গত, সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষাকেই ভারতীয় বন পরিষেবায় যোগদান করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য স্ক্রিনিং পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। এতে উত্তীর্ণ প্রার্থীরা সিভিল সার্ভিস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের মূল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সিভিল সার্ভিসের পাঁচ দিনের মূল পরীক্ষা ২২ আগস্ট ২০২৬ থেকে হতে পারে।

NDA-CDS পরীক্ষা –

সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার পাশাপাশি, ইউপিএসসি এনডিএ-সিডিএস পরীক্ষার তারিখও ঘোষণা করেছে। NDA এবং CDS পরীক্ষার প্রথম পর্যায়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ১০ ডিসেম্বর ২০২৫ প্রকাশিত হবে। আবেদন করা যাবে ৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। NDA পরীক্ষা হবে ১২ এপ্রিল ২০২৫।

এনডিএ এবং সিডিএস পরীক্ষার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ২০ মে প্রকাশিত হবে। যার অধীনে ৯ জুন পর্যন্ত আবেদন করা যাবে। পরীক্ষা হবে ১৩ সেপ্টেম্বর ২০২৬।

ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা হবে ৮ ফেব্রুয়ারি ২০২৬। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে ১৭ সেপ্টেম্বর ২০২৫। আবেদনের শেষ তারিখ ৭ অক্টোবর ২০২৫।

সম্মিলিত ভূ-বিজ্ঞানী পরীক্ষাও ৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ৩ সেপ্টেম্বর প্রকাশিত হবে। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।