Career Tips: সমাজবিজ্ঞানে অঙ্কের কী গুরুত্ব? এই বিষয় নিয়ে পড়াশোনা করলে কী কী লাভ হয়?
Career Tips: একাদশ ও দ্বাদশ শ্রেণীতে Basic Mathematics for Social Science নিজের সাবজেক্ট কম্বিনেশনে রাখলে পরবর্তীতে স্নাতক স্তরে অনেকগুলি বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ থাকে। যেমন অর্থনীতি, সমাজবিজ্ঞান, জনসংখ্যাবিজ্ঞান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, স্ট্যাটিসটিক্স, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক।

Basic Mathematics for Social Science এমন এক গুরুত্বপূর্ণ বিষয় যা মূলত সমাজবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়। এই বিষয়ে এমন সব গাণিতিক ধারণা ও পদ্ধতি শেখানো হয় যা অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবসা শিক্ষা, মনোবিজ্ঞান ইত্যাদি বিষয়ে গবেষণা ও বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়। একেই সমাজবিজ্ঞানের জন্য সহজ ও প্রযোজ্য গণিত বলা যায়।
এই বিষয়ের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে যৌক্তিক চিন্তা, বিশ্লেষণ ক্ষমতা এবং তথ্য ব্যাখ্যার দক্ষতা তৈরি করা। এখানে অঙ্কের জটিল সূত্র নয়, বরং সহজভাবে উপাত্ত বিশ্লেষণ, শতাংশ, অনুপাত, গড়, মাধ্যিক, প্রচুরক, গ্রাফ তৈরি, সম্ভাবনা ও পরিসংখ্যানের মতো বিষয় শেখানো হয়। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে এই বিষয়কে অন্তর্ভুক্ত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কেন উচ্চ মাধ্যমিক স্তরে এই বিষয় নিয়ে পড়াশোনা করবেন? ভবিষ্যতে কী লাভ হবে?
বিভিন্ন সামাজিক বিষয়ে বিশ্লেষণ করতে শেখার ফলে শিক্ষার্থীরা বাস্তব সমস্যার গভীরে যেতে পারে এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে শেখে। অর্থনীতি, ব্যবসা, শিক্ষা, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানসহ অনেক বিষয়ের সঙ্গে এই অঙ্ক ঘনিষ্ঠভাবে জড়িত। তাই এই বিষয়টি অন্যান্য বিষয় বুঝতেও সাহায্য করে।
ভবিষ্যতে উচ্চশিক্ষা ও পেশাগত সম্ভাবনা:
একাদশ ও দ্বাদশ শ্রেণীতে Basic Mathematics for Social Science নিজের সাবজেক্ট কম্বিনেশনে রাখলে পরবর্তীতে স্নাতক স্তরে অনেকগুলি বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ থাকে। যেমন অর্থনীতি, সমাজবিজ্ঞান, জনসংখ্যাবিজ্ঞান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, স্ট্যাটিসটিক্স, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক।
এই বিষয়টি শুধুমাত্র অঙ্ক শেখায় না, বরং চিন্তাশীল, তথ্যভিত্তিক এবং বিশ্লেষণমুখী এক বিচারধারা গড়ে তোলে। বিশেষ করে সোশ্যাল সাইন্স নিয়ে যারা কেরিয়ার গড়তে চান, তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়।
