Murshidabad: নজিরবিহীন! বাবার নামের জায়গায় লেখা ছিল ‘অন্যান্য’, সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম তালিকায়, নেপথ্যের ‘জাদু’ জানালেন BLO
SIR In WB: ঘোষপাড়া গ্রামে যুব তৃণমূল কংগ্রেসের এক নেতার নাগরিকত্ব নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ঘটনার সূত্রপাত ঘোষপাড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আগুন মণ্ডলের পরিচয় সংক্রান্ত তথ্য থেকে। অভিযোগ উঠেছে, তার ভোটার তালিকায় বাবার নামের জায়গায় 'অন্যান্য' লেখা ছিল। এই তথ্য সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

মুর্শিদাবাদ: এসআইআর নাম পরেও নাম রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীর। অভিযোগ ঘিরে তোলপাড়। ভোটারের খসড়া তালিকায় নাম বাংলাদেশি অনুপ্রবেশকারীর। তিনি আবার এলাকার তৃণমূলের যুব নেতা। বাবা-মা বাংলাদেশে থাকে স্বীকার করেছিলেন ওই যুবনেতা। যুব তৃণমূল নেতার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, বাবার নামের জায়গায় ‘অন্যান্য’ লেখা ছিল তৈরি হয়েছিল বিতর্ক। মুর্শিদাবাদের জলঙ্গি।
ঘোষপাড়া গ্রামে যুব তৃণমূল কংগ্রেসের এক নেতার নাগরিকত্ব নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ঘটনার সূত্রপাত ঘোষপাড়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আগুন মণ্ডলের পরিচয় সংক্রান্ত তথ্য থেকে। অভিযোগ উঠেছে, তার ভোটার তালিকায় বাবার নামের জায়গায় ‘অন্যান্য’ লেখা ছিল। এই তথ্য সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আগুন মণ্ডল দাবি করেছিলেন, তাঁর বাবার বাড়ি বাংলাদেশে হলেও তিনি ছোটবেলাতেই তার দাদুর বাড়িতে চলে আসেন। সেখানেই বড় হন। আগুন মণ্ডলের বক্তব্য, “আমি ছোটবেলায়ই ভারত চলে আসি। তারপর থেকেই এখানেই মানুষ হয়েছি। কিন্তু বাবার নামের জায়গায় ‘অন্যান্য’ লেখা নিয়ে যে বিতর্ক হচ্ছে, তা ভিত্তিহীন।” এসআইআর-এর খসড়া তালিকায় নাম রয়েছে এই আগুন মন্ডলের।
বিজেপির সাংগঠনিক বহরমপুর জেলা সভাপতি মলয় মহাজন বলেন, “বিভিন্ন জায়গায় এরকম অভিযোগ এসেছে, যে বাংলাদেশি অনুপ্রবেশকারীর নামও এসে গিয়েছে। এই ধরনের ভুলভ্রান্তি সংশোধনের ক্ষেত্রে শুনানি পর্বটা রয়েছে। তালিকায় নাম থাকলেও তো সন্দেহ থাকলে হিয়ারিংয়ে ডাকা হবে। ভোটার লিস্ট আরও সংশোধিত হবে।”
বিএলও সুরা মুল্লুক চাঁদের বক্তব্য, “ও ছোটবেলা থেকেই আমাদের গ্রামের স্কুলে পড়াশোনা করত। ওঁর কাছে সমস্ত নথি রয়েছে। ওঁর আধার-ভোটার-রেশন, স্কুল সার্টিফিকেট সবই আছে। ওঁর জন্ম বাবা দিয়েছেন, কিন্তু দাদুর কাছেই মানুষ। আমি আমার সুপার ভাইজারকে জানিয়েছিলাম। আমি এটাও বলেছিলাম, যদি বিডিও অফিস থেকে ডাকা হয়। আমি যাব।”
