Bagda: ‘এলাকায় আগে কখনও দেখিনি…’, খসড়া তালিকা বেরোতেই পাড়ার ১৬৫ জনকে নিয়ে বাগদায় বিস্তর প্রশ্ন
SIR In WB: এই বিষয়ে বাগদার বিডিও অখিল মন্ডল জানিয়েছেন, সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের ২৪ নম্বর পার্টের ১৬৫ জন ভোটারের খোঁজ মেলেন । আমরা এই বিষয়ে এলাকায় প্রচার করেছি এবং বিএলও এলাকায় খোঁজ নিয়েছেন । কিন্তু এই ১৬৫ জনের কোনও খোঁজ মেলেনি। হতে পারে এর মধ্যে অনেকে পরিযায়ী শ্রমিক থাকতে পারেন।

উত্তর ২৪ পরগনা: বাগদায় এক বুথে ৪৯০ ভোটারের মধ্যে খোঁজ মিলল না ১৬৫ ভোটারের। নিলনা এসআইআর ফর্মও। ভোটার লিস্টে এক ব্যক্তির ৩ এপিক নম্বর।উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের খড়ের মাঠ গ্রামের ২৪ নম্বর পার্টের মোট ভোটার ৪৯০। কিন্তু এসআইআর-এর ফর্ম বিলি করতে গিয়ে দেখা যায় ১৬৫ জন ভোটারের কোন খোঁজ নেই । প্রায় ৩৪ শতাংশ ভোটারের খোঁজ না পেয়ে এলাকায় করা হয় মাইক প্রচার । বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রশাসনিক কর্তারা । তাতেও খোঁজ মেলেনি ১৬৫ ভোটারের । এসআইআর-এর খসড়া তালিকাতে অনুপস্থিতির সংখ্যা ১৬৫ রয়েছে । অন্যদিকে এই গ্রামের বাসিন্দা আকাশ মল্লিকের ছবিতে তিনটি আলাদা এপিক নম্বর রয়েছে ভোটার লিস্টে ।
এই বিষয়ে বাগদার বিডিও অখিল মন্ডল জানিয়েছেন, সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের ২৪ নম্বর পার্টের ১৬৫ জন ভোটারের খোঁজ মেলেন । আমরা এই বিষয়ে এলাকায় প্রচার করেছি এবং বিএলও এলাকায় খোঁজ নিয়েছেন । কিন্তু এই ১৬৫ জনের কোনও খোঁজ মেলেনি। হতে পারে এর মধ্যে অনেকে পরিযায়ী শ্রমিক থাকতে পারেন। এত বেশি ভোটার অনুপস্থিত কেন সে প্রসঙ্গে বিডিও জানিয়েছেন, “এটা এখনই বলা সম্ভব নয়।”
অন্যদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । বিজেপির পঞ্চায়েত সদস্য কল্পনা মন্ডল দাবি করেছেন, “এই বিপুল সংখ্যক অনুপস্থিত ভোটারদের আমরা এলাকায় আগে কখনও দেখিনি ।” আকাশ মল্লিক নামে এক ব্যক্তির তিনটি এপিক নাম্বার রয়েছে ভোটার লিস্টে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । ভূতুড়ে ভোটার বলে শাসক দলের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন ।
অন্যদিকে বিজেপির পঞ্চায়েত সদস্যর বক্তব্য প্রসঙ্গে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিউটন বালা জানিয়েছেন, ওখানে যদি ভূতুড়ে ভোটার থেকে থাকে ওখানে পঞ্চায়েত সদস্য বিজেপির, তাহলে ভূতুড়ে ভোটার বানাল কারা । বাংলা জুড়ে এস আই আর এর কাজ চলছে আগামীতে বিজেপির নেতৃত্বদের এলাকায় দেখা যাবে না।
