CM Mamata Banerjee: কেন্দ্রের প্রকল্পে ‘আউট’ মহাত্মা, বাংলায় ‘ইন’, বড় সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Chief Minister Mamata Banerjee: এদিন ধনধান্য স্টেডিয়াম থেকে এ নিয়ে কেন্দ্রের সমালোচনা করে বলেন, “মনরেগা প্রকল্প থেকে জাতির জনকের নাম সরিয়ে দেওয়া হয়েছে। আমি এই দেশেরই মানুষ। আমি সত্য়িই লজ্জিত। কী করে জাতির জনকের নামটাই ভুলে গেলেন? আমাদের এখানে কর্মশ্রী প্রকল্প আছে, এখন থেকে সেটার নাম বদলে হবে মহাত্মাজি স্কিম।”

কলকাতা: ‘গান্ধী’ সরে ‘জিরামজি’। মনরেগা প্রকল্প থেকে সরে যাচ্ছে মহাত্মা গান্ধীর নাম। বিলও এনে ফেলেছে কেন্দ্র সরকার। তা নিয়ে চাপানউতোরের মধ্যেই এবার কেন্দ্রের তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী করে কেউ জাতির জনকের নাম ভুলে যেতে পারে? ধনধান্য় স্টেডিয়ামে বিজেনেস কনক্লেভের মঞ্চ থেকে এই প্রশ্নই তুললেন মমতা। তবে এর আগে বিমুদ্রাকরণ হোক বা সদ্য এসআইআর, বিরোধী মঞ্চ থেকে বারবারই সবার আগে সুর চড়াতে দেখা গিয়েছে মমতাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে একশোদিনের কাজ নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা একেবারে কোর্ট পর্যন্ত গড়িয়েছে, ভোটের আগে সেই ইস্যুতেই একেবারে মাস্টারস্ট্রোক দিতে চাইলেন মমতা। সঙ্গে ফের একবার তাঁর মুখে শোনা গেল নেতাজি, রবীন্দ্রনাথের কথা। ফের একবার শান দিলেন বাঙালি অস্মিতায়।
প্রসঙ্গত, একশোদিনের এই প্রকল্পের নাম ছিল ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট গ্য়ারান্টি অ্যাক্ট, ২০০৫’ বা মনরেগা। এবার আসন্ন নতুন বিলে এই প্রকল্পের নাম হয়েছে বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)। যা নিয়েই যত বিতর্ক।
এদিন ধনধান্য স্টেডিয়াম থেকে এ নিয়ে কেন্দ্রের সমালোচনা করে বলেন, “মনরেগা প্রকল্প থেকে জাতির জনকের নাম সরিয়ে দেওয়া হয়েছে। আমি এই দেশেরই মানুষ। আমি সত্য়িই লজ্জিত। কী করে জাতির জনকের নামটাই ভুলে গেলেন? আমাদের এখানে কর্মশ্রী প্রকল্প আছে, এখন থেকে সেটার নাম বদলে হবে মহাত্মাজি স্কিম। এখানেও আমরা ৭৫ থেকে ১০০ দিনের কাজ দিচ্ছি। আমরা ভিখারি নই। আমরা শুধু সম্মান চাই। আপনারা যদি মহাত্মা গান্ধীকে সম্মান না দেন তাহলে আমরা দেব। আমরা জানি তাঁকে কী করে সম্মান জানাতে হয়!”
এরপরই সুর চড়াতে দেখা যায় খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। মমতা বলেন, “গান্ধীজীকে শ্রদ্ধা জানিয়ে আমরা কর্মশ্রী দিচ্ছি। নেতাজি থেকে রবীন্দ্রনাথ, আমরা সকলকে শ্রদ্ধা করি। তারপরও বাংলার বদনাম করা হয়। আমি প্রধানমন্ত্রীর দীর্ঘজীবন কামনা করি। কিন্তু বলব এমন কিছু করবেন না যেটা পরে আপনার কাছে ফিরে আসে।”
