Babri Masjid: এখনই হুমায়ুনের ‘বাবরি’র জন্য দানের জমি-অর্থের পরিমাণ চমকপ্রদ! পরিমাণ জানলে অবাক হবে, দলিল এল সামনে…
Humayun Kabir: বাবরি মসজিদের নির্মাণের জন্য এবার জমিদান করলেন এক ব্যক্তি। হুমায়ুনের বাবরি মসজিদের জন্য ছয় শতক জমি দান করেন শক্তিপুর থানার মিলকি গ্রামের বাসিন্দা মোস্তফা আহমেদ। ওয়েস্ট বেঙ্গল 'ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া' যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের নামে দান করেছেন মোস্তফা আহমেদ। হুমায়ুন যে জায়গায় বাবরি মসজিদের শিল্যান্যাস করেছেন সেটির পরিমাণ মাত্র ৬ শতক।

মুর্শিদাবাদ: বেলডাঙাতে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সঙ্গে বদ্ধপরিকর নিজের নতুন দল গড়া নিয়েও। দুটো বড় ‘অ্যাসাইমেন্ট’ সমান্তরালভাবে এগোচ্ছে কবীরের। ২২ তারিখ নতুন দলের ঘোষণা। আর এদিকে, ‘বাবরি’ স্থাপনে অনুদানের টাকা ক্রমেই স্ফীত হচ্ছে। বাবরি মসজিদের জন্য সংগ্রহ জমির পরিমাণ চমকপ্রদ! হুমায়ুনের হাতে মসজিদের জন্য কত পরিমান জমি? ট্রাস্টের জমির দলিলের এক্সক্লুসিভ ছবি এল সামনে।
বাবরি মসজিদের নির্মাণের জন্য এবার জমিদান করলেন এক ব্যক্তি। হুমায়ুনের বাবরি মসজিদের জন্য ছয় শতক জমি দান করেন শক্তিপুর থানার মিলকি গ্রামের বাসিন্দা মোস্তফা আহমেদ। ওয়েস্ট বেঙ্গল ‘ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’ যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের নামে দান করেছেন মোস্তফা আহমেদ। হুমায়ুন যে জায়গায় বাবরি মসজিদের শিল্যান্যাস করেছেন সেটির পরিমাণ মাত্র ৬ শতক।

জমির দলিল
হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিউআর কোড দিয়ে সাহায্যের আবেদন করেছিলেন সামাজিক মাধ্যমে ব্যাঙ্কে ও নগদ অনুদান মিলিয়ে সাড়ে পাঁচ কোটি ছাড়িয়ে গিয়েছে। অনুদানের অর্থ সাড়ে পাঁচ কোটি ছাড়িয়ে গেলেও এখনও পর্যন্ত রেজিস্ট্রি জমির পরিমাণ খুবই নগণ্য।
দেখা যাচ্ছে, সাদ্দাম হোসেন ও নূর মহম্মদ শেখ নামে দুই ব্যক্তি জমি ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ্ ইন্ডিয়া’, অর্থাৎ হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য দান করেছেন। চলতি মাসের ২ তারিখ দলিল করে সেই জমি দান করেন। যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা। জমির পশ্চিম দিকেই ৬০ ফুট চওড়া জাতীয় সড়ক।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান মঞ্চ থেকেই হুমায়ুন দাবি করেছেন, এক ব্যক্তি তাঁকে মসজিদ নির্মাণের জন্য ৮০ কোটি টাকা দেবেন। যদিও তিনি নাম প্রকাশ করতে বারণ করেছেন। তাই হুমায়ুন তাঁর পরিচয় সামনে আনেননি। ক চিকিৎসক তাঁকে এক কোটি টাকা অনুদান দিয়েছেন। বাবরির জন্য হুমায়ুনের বাজেট ৩০০ কোটি টাকা। কেবল মসজিদ নয়, হাসপাতাল, স্কুল-সহ একাধিক প্ল্যানিং রয়েছে তাঁর।
