Aroop Biswas: অরূপ বিশ্বাসের মোট কত সম্পত্তি আছে জানেন?
Aroop Biswas Property: নিউ আলিপুরের বাড়িটির উল্লেখ রয়েছে অরূপ বিশ্বাসের হলফনামায়। তবে তাঁর গ্যারাজে কোনও গাড়ি নেই। একগুচ্ছ এলআইসি-র পলিসি আছে তাঁর। ক্রীড়ামন্ত্রী পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া অরূপ বিশ্বাসের সম্পত্তি কত, আয়ই বা কত?

রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার আগে থেকেই বিধায়ক পদে রয়েছেন অরূপ বিশ্বাস। সেই ২০০৬ থেকে বিগত প্রায় ২০ বছর ধরে টলিগঞ্জে একচেটিয়া ক্ষমতার অধিকারী তিনি। তৃণমূল নেতৃত্বের প্রথম সারিতেই জায়গা হয় তাঁর। একাধিক দফতরও সামলেছেন তিনি। সম্প্রতি লিওনেল মেসির উপস্থিতিতে যুবভারতীর বিশৃঙ্খলার ঘটনায় বিরোধীর কাঠগড়ায় দাঁড় করায় অরূপকে। এরপর তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী পদ থেকে অব্যাহতি চান তিনি। মুখ্যমন্ত্রী তাঁকে সেই অব্যাহতি দিলেও বর্তমানে আবাসন ও বিদ্যুৎ দফতর রয়েছে তাঁরই হাতে। এই অরূপ বিশ্বাসের সম্পত্তির পরিমাণ কত জানেন?
২০২১-এ টলিগঞ্জ কেন্দ্র থেকে ভোটে লড়ে বিধায়ক হন অরূপ বিশ্বাস। ওই বিধানসভা নির্বাচনের আগে তাঁর জমা দেওয়া হলফনামায় দেখা যাচ্ছে, বছর বছর আয় বেড়েছে তাঁর।
বছরে কত আয় করেন অরূপ বিশ্বাস
২০১৫-১৬-তে অরূপ বিশ্বাসের আয় ছিল ৭ লক্ষ ৭ হাজার ৯৬৪ টাকা। পরের বছর অর্থাৎ ২০১৬-১৭ তে আয় কিছুটা কম ছিল। আয় হয়েছিল ৫ লক্ষ ৯১ হাজার ৩৯০ টাকা। ২০১৭-১৮ সালে সেই আয় অনেকটাই বেড়ে যায়। ওই বছরের আয় ১২ লক্ষ ৩১ হাজার ১৫৬ টাকা। ২০১৮-১৯-এ সেই আয় আরও কিছুটা বেড়ে হয় ১২ লক্ষ ৯৭ হাজার ৫৬৪ টাকা। আর ভোটের ঠিক আগের বছর, ২০১৯-২০ তে ১৪ লক্ষ ২১ হাজার ৭৮২ টাকা আয় করেন অরূপ।
ব্যাঙ্কে কত টাকা জমা রেখেছেন
হলফনামা জমা দেওয়ার সময় অরূপের হাতে ছিল নগদ ২৪ হাজার ৪৮০ টাকা। একাধিক ব্যাঙ্কে জমা রাখা টাকার অঙ্কও হলফনামায় উল্লেখ করেন অরূপ। সেই তথ্য বলছে, অন্ধ্র ব্যাঙ্কের অ্যাকাউন্টে ছিল অরূপের ৫ লক্ষ ৫৯ হাজার ২৩ টাকা। ইউনিয়ন ব্যাঙ্কের অ্যাকাউন্টে ছিল ২০ লক্ষ ৩ হাজার ৬৪১ টাকা। স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে থাকা টাকার অঙ্ক ছিল ১২ লক্ষ ২ হাজার ৬২২ টাকা, স্টেট ব্যাঙ্কের অপর একটি অ্যাকাউন্টে ২২ লক্ষ ৮৮ হাজার ৮৬১ টাকা ও ইউনিয়ন ব্যাঙ্কে ৫ লক্ষ টাকা ছিল তাঁর। সব মিলিয়ে মোট ৬৫ লক্ষ ৫৪ হাজার ১৪৭ টাকা ছিল অরূপের বিভিন্ন ব্যাঙ্কের অ্যাকাউন্টে।
অরূপের বিনিয়োগের অঙ্ক
বিনিয়োগের হিসেব দেখলে বোঝা যাবে একাধিক এলআইসি (LIC)-র বিমা রয়েছে অরূপ বিশ্বাসের নামে। সেখানে কয়েক হাজার টাকা বিনিয়োগ করেছেন তিনি। যথাক্রমে ৫০ হাজার, ৭৫ হাজার, ৭৫ হাজার, ১০ লক্ষ টাকা ও ৫ লক্ষ টাকার পলিসি রয়েছে সদ্য অব্যাহতি পাওয়া ক্রীড়ামন্ত্রীর। সব মিলিয়ে বিমার অঙ্ক প্রায় ১৭ লক্ষ টাকা।
২০২১-এ অরূপ বিশ্বাসের কাছে যা সোনা ছিল, তার মূল্য ছিল ৫ লক্ষ ৬৩ হাজার ৭৫০ টাকা। সব মিলিয়ে অরূপের স্থাবর সম্পত্তির মোট মূল্য ছিল ৯৩ লক্ষ ৩৮ হাজার ৬১০ টাকা। কোনও গাড়ি নেই মন্ত্রীর।
অস্থাবর সম্পত্তি
হলফনামার তথ্য বলছে, অরূপ বিশ্বাসের নামে নেই কোনও জমি। নেই কোনও কমার্শিয়াল বিল্ডিং। শুধুমাত্র নিউ আলিপুরের বাড়ির কথাই উল্লেখ করেছেন অরূপ বিশ্বাস। দুর্গাপুর কলোনির বঙ্কিম মুখার্জি সরণীতে থাকা ওই বাড়িটি ১৫০০ স্কোয়ার ফুটের। ১৯৯৭ সালে কেনা ওই বাড়ির বর্তমান মূল্য প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা।
