AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Savings and Online Transaction: অনলাইন যুগে পকেটে থাকছে না কিছুই! কতটা বিপদে পড়বেন আপনি?

Savings and Investment: ধরে নিন আপনার হাতে টাকা নেই। কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকলেই কিছু না কিছু খরচ হতেই থাকে। হয়তও আপনার প্রয়োজন নেই, তাও কোনও কিছু কিনে ফেললেন আপনি। খেয়ে উঠে মনে হল একটা কোল্ড ড্রিঙ্কস খাবেন। কিনে ফেললেন। এই ভাবেই খরচ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টের টাকা।

Savings and Online Transaction: অনলাইন যুগে পকেটে থাকছে না কিছুই! কতটা বিপদে পড়বেন আপনি?
ডিজিটাল লেনদেনই নষ্ট করছে সঞ্চয়!Image Credit: Getty Images
| Updated on: Dec 18, 2025 | 5:44 PM
Share

২০১৬ সাল ভারতে শুরু হয় ইন্টারনেট বিপ্লব। আর সেই বিপ্লবের কিছু পরই ভারতে চালু হয় ইউপিআই। সেই ইউপিআই ভারতে নিয়ে আসে অনলাইন লেনদেনের বিপ্লব। বর্তমানে পকেটে ক্যাশ নিয়ে ঘোরা একপ্রকার অতীত। দেশের কোনায় কোনায় এখন চলে ইন্টারনেট। একই সঙ্গে ভারতের ছোট দোকানগুলোতেও গ্রহণ করে ইউপিআই। কিন্তু আপনি জানেন কি, আপনার সঞ্চয় কমে যাওয়ার পিছনে রয়েছে এই অনলাইন পেমেন্টই!

কিন্তু সেটা কীভাবে হয়?

ধরে নিন আপনার হাতে টাকা নেই। কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকলেই কিছু না কিছু খরচ হতেই থাকে। হয়তও আপনার প্রয়োজন নেই, তাও কোনও কিছু কিনে ফেললেন আপনি। খেয়ে উঠে মনে হল একটা কোল্ড ড্রিঙ্কস খাবেন। কিনে ফেললেন। এই ভাবেই খরচ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টের টাকা।

কিন্তু ক্যাশ ব্যবহার করলে এই ধরনের বাড়তি খরচ হয় না। যখন আপনি ক্যাশ ব্যবহার করবেন তখন পকেট থেকে খরচ করতে গেলে আপনার মনে একটা খারাপ লাগা কাজ করবে। কিন্তু অনলাইনে খরচ করলে সেই খারাপ লাগাটা কাজ করে না। ফলে, হিসাব করে খরচ করার সুযোগটা আর থাকে না। ফলে, বেহিসেবি খরচ। আর তার কারণে কমবে আপনার সঞ্চয়ই।

  • কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
  • বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।