Bankura Municipal Election 2022: সন্ধি নয়! পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই পৃথক হাতে-কাস্তে
Bankura CPIM and Congress: জেলার তিনটি পুরসভার মধ্যে একমাত্র বিষ্ণুপুর পুরসভায় কংগ্রেসের ভালো ভোট রয়েছে। ভরা বাম আমলেও এই পুরসভা দীর্ঘ সময় ধরে হাত শিবিরের দখলেই ছিল
বাঁকুড়া: তিনটি পুরসভার নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তা বলে থেমে নেই রাজনৈতিক দলগুলির প্রস্তুতি। এর মধ্যেই বাঁকুড়া জেলা কংগ্রেস শুক্রবার ঘোষণা করল জেলার তিনটি পুরসভার নির্বাচনে বামেদের সঙ্গে জোট নয়, বরং ‘একলা চলো’ নীতিতেই হাঁটবে হাত শিবির (Congress)।
নির্ঘন্ট ঘোষণা না হলেও জেলার বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী এই তিন পুরসভায় নির্বাচন হতে পারে ফেব্রুয়ারির শেষে। সরকারি ভাবে এমন আঁচ মিলতেই জেলার তিন পুরসভাতেই নিজেদের ঘর গোছাতে নেমেছে ডান-বাম সব দল। প্রার্থী তালিকা তৈরীর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। প্রস্তুতি পর্বেই জেলা কংগ্রেস ঘোষণা স্পষ্টই ঘোষণা করল, বামেদের সঙ্গে জোট করে নয়, পৃথকভাবেই লড়াই করবে তারা।
কেন এমন সিদ্ধান্ত?
শুক্রবার, বিষ্ণুপুরে সাংবাদিক সম্মেলন করে জেলার তিনটি পুরসভার নির্বাচনে পৃথক লড়াইয়ের কথা ঘোষণা করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। বামেদের দাবি পুরনির্বাচনের রণনীতি এখনও তৈরী হয়নি। কার সঙ্গে জোট হবে বা হবে না তা নির্ধারণ করবে জেলা নেতৃত্ব। তবে কংগ্রেস জোটে উৎসাহী না হলে বাম শিবিরের বিশেষ ক্ষতি হবে না বলেই জানিয়েছে দলীয় নেতৃত্ব।
জেলার তিনটি পুরসভার মধ্যে একমাত্র বিষ্ণুপুর পুরসভায় কংগ্রেসের ভালো ভোট রয়েছে। ভরা বাম আমলেও এই পুরসভা দীর্ঘ সময় ধরে হাত শিবিরের দখলেই ছিল। বাঁকুড়া ও সোনামুখী পুরসভাতেও এলাকা ভিত্তিক কিছুটা সংগঠন ছিল কংগ্রেসের। কিন্তু ২০১১ সালের পরে সময় যত গেছে ততই দুর্বল হয়েছে কংগ্রেসের সংগঠন। ২০১১-পর বামেদের রক্তক্ষরণও ছিল অব্যাহত। পরবর্তীতে, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে হাতে-কাস্তের যৌথ লড়াইয়ে বিষ্ণুপুর ও বাঁকুড়াতে দুটি আসনে জয়ী হয় কংগ্রেস।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার ১২ টি আসনে বাম-কংগ্রেসের প্রাপ্তি ছিল শূন্য। এর পর থেকেই বাম কংগ্রেসের জোট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এবার তাই ‘একলা চলো’-র পক্ষে এগোতে চাইছে কংগ্রেস শিবির। শুধু বাঁকুড়াতেই নয়, কলকাতা পুরভোটে পৃথকভাবে লড়েছে বাম শিবির। তাতে, বেড়েছে ভোট শতাংশও। শুধু তাই নয়, শিলিগুড়িতেও পৃথকভাবেই প্রতিদ্বন্দ্বিতা করছে বাম-কংগ্রেস। সেই একই পথে হাঁটল এ বার বাঁকুড়ার কংগ্রেস শিবির।
আরও পড়ুন: Dilip Ghosh on MLA Hiran: ‘দলের কোনও মিটিং-মিছিলে থাকেন না, ডেকে ডেকে তাঁকে পাওয়া যায় না’