Soumitra Khan: মাস পাঁচেক পর পুরভোট হোক, মুখ্যমন্ত্রীকে করজোড়ে আবেদন সৌমিত্রের

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Jan 05, 2022 | 10:27 PM

Soumitra Khan: করোনা পরিস্থিতিতে ভোট করা উচিতই নয় বলে দাবি করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। এমনকী আপাতত ভোট মুলতুবি রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য করজোড়ে আবেদন করেন তিনি।

Soumitra Khan: মাস পাঁচেক পর পুরভোট হোক, মুখ্যমন্ত্রীকে করজোড়ে আবেদন সৌমিত্রের
মমতার কাছে আর্জি সৌমিত্র খাঁয়ের

Follow Us

বাঁকুড়া: একদিকে উর্ধ্বমুখী করোনা গ্রাফ। অন্যদিকে পুরভোট ঘিরে সাজো সাজো রব। রাজ্যে যখন কোভিড আবহে কার্যত লকডাউন চলছে তখন ভোট করানো কতটা যুক্তিযুক্ত এ নিয়ে নানা রাজনীতিকের নানা মত। তবে শাসক দলের বেশিরভাগ লোকজনই নির্বাচন কমিশনের কোর্টে বল ঠেলেছে। এদিকে করোনা পরিস্থিতিতে ভোট করা উচিতই নয় বলে দাবি করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। এমনকী আপাতত ভোট মুলতুবি রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য করজোড়ে আবেদন করেন তিনি।

করোনার প্রকোপ কমলে রাজ্যে বকেয়া পুর নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন সৌমিত্র খাঁ। যদিও বিজেপি সাংসদ আবোল তাবোল বকছেন বলে টিপ্পনী করেছে তৃণমূল।

বুধবার বাঁকুড়ার ভৈরবস্থানে বিধায়ক কার্যালয়ে সাংবাদিক বৈঠকে সৌমিত্র বলেন, “খেলা, মেলা, উৎসব করে এ রাজ্যে করোনার বাড়বাড়ন্ত। এই পরিস্থিতিতে পুরসভা নির্বাচন নয়। আরও চার- পাঁচ মাস পর করোনার প্রকোপ কমলে রাজ্যে পুরসভা নির্বাচন হোক”। এর পর হাতজোড় করে রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিনে এই আর্জি জানান বিজেপির রাজ্য সহ সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ।

সৌমিত্র খাঁ বলেন, “২৫ ডিসেম্বরের আগে এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আর আজকের করোনা আক্রান্তের সংখ্যার ফারাক অনেক। এর জন্যে পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। রাজ্যের অধিকাংশ পুরসভায় গত আড়াই বছর ধরে নির্বাচন স্থগিত হয়ে রয়েছে। তৃণমূলের লোকজনেরাই পুরসভাগুলি চালাচ্ছে। এই অবস্থায় রাজ্য সরকার যদি চার থেকে পাঁচ মাস পুর নির্বাচন পিছিয়ে দিত, তাতে কোনও সমস্যা হত না। আমরা চাই আগে রাজ্য করোনা মুক্ত হোক। তার পরে পুরসভাগুলির নির্বাচন হোক। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের নিবেদন, এভাবে বাংলার মানুষকে বিপদের দিকে ঠেলে দেবেন না”।

পাশাপাশি করোনা পরিস্থিতিতে পুরসভা নির্বাচন করার জন্য এদিন রাজ্য নির্বাচন কমিশনারকেও একহাত নেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, “নির্বাচন কমিশনার বৃদ্ধ মানুষ। তিনি সুব্রত মুখোপাধ্যায়ের কাছের লোক ছিলেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নির্বাচন কমিশনার করেছেন”।

এদিকে সৌমিত্র খাঁয়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের কটাক্ষ, “কলকাতা নির্বাচনে বিজেপির যত জন প্রার্থী জিতেছেন তাঁরা একটি স্কুটারে চেপেই পুরসভায় যেতে পারেন। এই অবস্থায় সৌমিত্র খাঁ বুঝে গিয়েছেন রাজ্যের পুরসভাগুলিতে জয় কোনওভাবেই সম্ভব নয়। তাই তিনি প্রচারে আসার জন্য আবোল- তাবোল বকছেন”।

তবে এদিন শুধু সৌমিত্রই নয়, পুরভোট স্থগিত রাখার ব্যাপারে মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সহ সভাপতি তথা সাংসদ অর্জুন সিংহ। তিনি বলেন তাঁর কথায়, “যদি বলি নির্বাচন করা সম্ভব নয় এই সময়, ওরা (পড়ুন তৃণমূল) বলবে ভয় পাচ্ছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত হাস্যকর। পাঠশালা বন্ধ করে পানশালা খুলে যাচ্ছে। এই সময়ে ইলেকশন করা উচিৎ নয়। তবে এই কথা যেই আমি বলব, ওরা বলবে ভয় পাচ্ছে। এই জন্য ইলেকশন বন্ধ করতে চাইছে”।

আরও পড়ুন: Malda TMC: দলের প্রধান দুর্নীতির দায়ে, বিজেপি সদস্যকে প্রধান, সিপিএমকে উপপ্রধান করল তৃণমূল!

Next Article
Siliguri Munipal Election: ‘প্রচারে যাবই’, কন্টেইনমেন্ট জ়োন ‘জ্যাম’-এ আটকে মরিয়া তৃণমূল প্রার্থী!
Municipality Election: পুরভোটে জমায়েতে রাশ টানল কমিশন! জারি নতুন নির্দেশিকা