Rahul Gandhi: মাঠে বসে রাহুল গান্ধী, ঘণ্টার পর ঘণ্টা আটকে কপ্টার! কী হল হঠাৎ?

Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়েছেন কংগ্রেস সাংসদ। সেখানে প্রচার শেষে বেরমোরের উদ্দেশে রওনা দিচ্ছিলেন রাহুল। সেই সময়ে রাহুল গান্ধীর কপ্টার আটকে দেওয়া হয়।

Rahul Gandhi: মাঠে বসে রাহুল গান্ধী, ঘণ্টার পর ঘণ্টা আটকে কপ্টার! কী হল হঠাৎ?
হেলিকপ্টারে বসে রাহুল গান্ধী।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2024 | 3:29 PM

রাঁচী: আটকে দেওয়া হল রাহুল গান্ধীর কপ্টার। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়েছেন কংগ্রেস সাংসদ। সেখানে প্রচার শেষে বেরমোরের উদ্দেশে রওনা দিচ্ছিলেন রাহুল। সেই সময়ে রাহুল গান্ধীর কপ্টার আটকে দেওয়া হয়। জানা যাচ্ছে, এখনও রাহুল গান্ধীর কপ্টারকে ছাড়পত্র দেওয়া হয়নি। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে হেলিকপ্টারেই বসে রয়েছেন রাহুল গান্ধী।

ঝাড়খণ্ডে একসঙ্গে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর জনসভা রয়েছে। প্রধানমন্ত্রী মোদীর জামুইতে সভা রয়েছে। জামুইয়ের সভার পর তিনি দেওঘর যাবেন।

সেখানেই রাহুল গান্ধীর সভা ছিল গোন্ডায়। এখান থেকে বেরমোরে যাওয়ার কথা রাহুল গান্ধীর। সেই উদ্দেশেই রওনা দিচ্ছিলেন রাহুল, কিন্তু তার হেলিকপ্টার আটকে দেওয়া হয়। আপাতত রাহুল গান্ধীর কপ্টারকে ওড়ার পারমিট দেওয়া হচ্ছে না।

শোনা যাচ্ছে, নিরাপত্তার কারণেই রাহুল গান্ধীর কপ্টার ওড়ার পারমিট পাচ্ছে না। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য সকাল থেকে নো ফ্লাই জ়োন জারি করা হয়েছে।

এদিকে, রাহুলের কপ্টার ওড়ার অনুমতি না পাওয়ায় কংগ্রেস অভিযোগ তুলেছে যে কংগ্রেসের প্রচার আটকাতে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করছে।

প্রসঙ্গত, নির্বাচন আবহে প্রতিদিনই হেলিকপ্টার নিয়ে অভিযোগ উঠছে। মহারাষ্ট্রের শিবসেনার উদ্ধব ঠাকরে থেকে শুরু করে ঝাড়খণ্ডের জেএমএমের হেলিকপ্টার আটকানো ও তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে। সম্প্রতিই উদ্ধব ঠাকরের কপ্টারের তল্লাশি চালানো হয়। মঙ্গলবারও সোলাপুরে উদ্ধবের কপ্টারের তল্লাশি চালানোর পর নিশানা করার অভিযোগ তোলেন ঠাকরে।