Karnataka Election Exit Poll Results 2023 Live: শান্তিপূর্ণভাবে কর্নাটক নির্বাচন সম্পূর্ণ, রেকর্ড ভোট পড়ল

| Edited By: | Updated on: May 10, 2023 | 7:13 PM

Karnataka Assembly Polls 2023 Live Voting Day News Updates in Bengali: মোট ২২৪টি আসনে বিধানসভা নির্বাচন হবে কর্নাটকে। আগামী শনিবার, ১৩ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে।

Karnataka Election Exit Poll Results 2023 Live: শান্তিপূর্ণভাবে কর্নাটক নির্বাচন সম্পূর্ণ, রেকর্ড ভোট পড়ল

বেজে গেল ভোটের দামামা। আজ, বুধবার কর্নাটকে বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Election 2023) ভোট গ্রহণ। চলতি বছরে এটি দ্বিতীয় বড় বিধানসভা নির্বাচন। এর আগে ত্রিপুরা, মেঘালয়, মণিপুর সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়। মোট ২২৪টি আসনে বিধানসভা নির্বাচন হবে কর্নাটকে। সকাল ৭টা থেকে শুরু ভোট গ্রহণ। আগামী শনিবার, ১৩ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। রাজ্য়ে পাঠানো হয়েছে সশস্ত্র বাহিনী। প্রত্যেকটি বুথে বসানো হয়েছে সিসিটিভি। এবারের কর্নাটক নির্বাচনে মোট ভোটারের সংখ্য়া ৫ কোটি ৩০ লক্ষ। প্রতিবারের মতো এবারও কর্নাটকে ত্রিমুখী লড়াই হতে চলেছে বিজেপি, কংগ্রেস ও জেডি(এস)-র মধ্যে। ক্ষমতাসীন বিজেপিই ফের কর্নাটকের মসনদে ফিরবে নাকি কংগ্রেস ক্ষমতা দখল করবে, তাই-ই এখন দেখার।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 10 May 2023 07:12 PM (IST)

    রেকর্ড ভোট পড়েছে কর্নাটকে

    কর্নাটক বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোট পড়েছে। বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৫.৬৯ শতাংশ।

  • 10 May 2023 05:54 PM (IST)

    কাল ৫টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬৫.৬৯ শতাংশ

    কর্ণাটকে ভোটগ্রহণ পর্ব প্রায় শেষলগ্নে। বিকাল ৫টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৬৫.৬৯ শতাংশ।

  • 10 May 2023 05:18 PM (IST)

    দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫২.০৩ শতাংশ

    প্রায় নির্বিঘ্নেই ভোটগ্রহণ হল কর্নাটকে। গোটা রাজ্যে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৫২.০৩ শতাংশ। এর মধ্যে রামানাগারাম কেন্দ্রে ভোটদানের হার সর্বাধিক। এই কেন্দ্রে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৬৩.৩৬ শতাংশ।

  • 10 May 2023 04:21 PM (IST)

    ভোটগ্রহণের শেষলগ্নে বিক্ষিপ্ত অশান্তি

    ভোটগ্রহণের শেষলগ্নে বিক্ষিপ্ত অশান্তিতে ছন্দপতন ঘটল কর্নাটকে। বিজয়পুরা জেলার মাসাবিনালা গ্রামে ভোটগ্রহণ শেষে EVM মেশিন নিয়ে যাওয়ার সময় সেই গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ভোটকর্মীদের হেনস্তা করা এবং ইভিএম মেশিন নষ্ট করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে ২৩ জনকে গ্রেফতার করেছে বলে বিবৃতি দিয়েছে নির্বাচন কমিশন।

  • 10 May 2023 03:07 PM (IST)

    ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার পুরস্কার!

    ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার পুরস্কার! প্রথমবার ভোটারদের প্রশংসাপত্র দিল নির্বাচন কমিশন। ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রশংসাপত্র দেওয়া হল।

  • 10 May 2023 02:38 PM (IST)

    সস্ত্রীক ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী

    হাসান জেলার হারানাহলি গ্রামের বুথে গিয়ে সস্ত্রীক ভোট দিলেন জেডি (এস) প্রধান তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি দেবগৌড়া। এলাকার উন্নয়নের সম্পূর্ণ কৃতিত্ব নিজের ছেলে তথা দলীয় বিধায়ক এইচ.ডি রেবানাকে দিলেন তিনি।

  • 10 May 2023 01:46 PM (IST)

    সস্ত্রীক ভোট দিলেন মল্লিকার্জুন খাড়্গে

    ভোট দিলেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে ও তাঁর স্ত্রী রাধাবাই খাড়্গে। কালুবর্গির একটি ভোটকেন্দ্র ভোট দেন এঁরা।

  • 10 May 2023 01:43 PM (IST)

    দুপুর ১টা পর্যন্ত কর্নাটকে ভোট পড়ল ৩৭.২৫ শতাংশ

    দুপুর ১টা পর্যন্ত কর্নাটকে ভোট পড়ল ৩৭.২৫ শতাংশ

  • 10 May 2023 01:05 PM (IST)

    অটোয় করে ভোট দিতে গেলেন কর্নাটক কংগ্রেসের সভাপতি

    দলীয় সদস্যদের সঙ্গে নিয়ে অটোয় করে ভোট দিতে গেলেন কর্নাটক কংগ্রেসের সভাপতি

  • 10 May 2023 11:56 AM (IST)

    ভোট দিলেন কুমারস্বামী

  • 10 May 2023 11:55 AM (IST)

    রাজা হবে জেডিএস, আত্মবিশ্বাসী কুমারস্বামী

    কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের অন্যতম প্রতিদন্দ্বী জেডিএস। আজ ভোটদানের পর জেডিএস নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্য়মন্ত্রী এইচডি কুমারস্বামী জানালেন, তাঁর দলই জয়ী হবে।

  • 10 May 2023 11:50 AM (IST)

    কংগ্রেসের জয় নিয়ে আত্ববিশ্বাসী মল্লিকার্জুন খাড়্গে

    কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, “বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে কংগ্রেস। আমরা ১৩০ থেকে ১৩৫টিরও বেশি আসনে জয়ী হব।”

  • 10 May 2023 10:37 AM (IST)

    ৫০ হাজারেরও বেশি ভোটে জিতবেন বোম্মাই, আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রীর স্ত্রী

  • 10 May 2023 10:34 AM (IST)

    ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ সেত্তার

    কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস প্রার্থী জগদীশ সেত্তার ভোট দিলেন হুবলি-ধারওয়াদ কেন্দ্রে।

  • 10 May 2023 10:33 AM (IST)

    কংগ্রেসকে কটাক্ষ বিজেপি সাংসদ তেজস্বী সূর্যের

    ভোট দিতে এসে প্রতিদ্বন্দ্বী দল কংগ্রেসকে একহাত নিলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। তিনি বলেন, “বজরঙ্গবলীর মাটি কর্নাটক। আগামী ১৩ মে সমস্ত প্রশ্নের উত্তর মিলবে। আমরা খুশি যে কংগ্রেস অন্তত কিছু পুজো করছে।”

  • 10 May 2023 10:29 AM (IST)

    সকাল ৯টা অবধি ভোট পড়ল ৮.২৬ শতাংশ

    কর্নাটকে চলছে বিধানসভা নির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল ৯টা অবধি ভোট পড়ল ৮.২৬ শতাংশ।

  • 10 May 2023 10:27 AM (IST)

    ভোট দিলেন কর্নাটকের মুখ্য ইলেক্টোরাল অফিসার

  • 10 May 2023 10:26 AM (IST)

    ভোট প্রচার নিয়ে খুশি মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই

  • 10 May 2023 08:36 AM (IST)

    ভোট দিলেন বিজেপি নেতা কে সুধাকর

    কর্নাটকের বিজেপি সভাপতি কে সুধাকরও সকালেই ভোট দিতে এলেন।

  • 10 May 2023 08:34 AM (IST)

    ভোট দিতে এলেন কন্নড় অভিনেত্রী অমূল্য

  • 10 May 2023 08:33 AM (IST)

    সপরিবারে ভোট দিতে এলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

    বেঙ্গালুরুতে ভোট দিতে এলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

  • 10 May 2023 08:32 AM (IST)

    ভোট দিলেন কর্নাটকের মন্ত্রী অশ্বথ নারায়ণ

  • 10 May 2023 08:31 AM (IST)

    সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সরব অভিনেতা প্রকাশ রাজ

  • 10 May 2023 08:30 AM (IST)

    ভোটদানের আগে মন্দিরে পুজো দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা

    চলছে কর্নাটকের বিধানসভা নির্বাচন। এ দিন সকালেই ভোট দেওয়ার আগে মন্দিরে পুজো দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা।

  • 10 May 2023 08:26 AM (IST)

    কর্নাটকে চলছে ভোট গ্রহণ

  • 10 May 2023 07:10 AM (IST)

    ভোট দিতে এলেন অভিনেতা প্রকাশ রাজ

    সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে কর্নাটকে। ভোট গ্রহণ শুরু হতেই বেঙ্গালুরুর শান্তি নগরের একটি কেন্দ্রে ভোট দিতে এলেন  অভিনেতা প্রকাশ রাজ।

  • 10 May 2023 07:08 AM (IST)

    সকলকে ভোট দেওয়ার আর্জি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    শুরু হয়েছে কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। সকালেই সমস্ত কর্নাটকবাসীকে রাজ্যে সুশাসন, উন্নয়নের জন্য ভোটদানের আর্জি জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    #KarnatakaElections | Union Home Minister Amit Shah urges people in Karnataka to come out in large numbers to vote for “good governance, development and prosperity in the state”.

    “Your one vote can ensure a pro-people and pro-progress govt that will continue to take the state to…

    — ANI (@ANI) May 10, 2023

  • 10 May 2023 07:05 AM (IST)

    ভোট গ্রহণের আগে বিভিন্ন বুথে প্রস্তুতি

    সকাল ৭টা থেকে শুরু বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। তার আগেই বিভিন্ন বুথে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখা হল।

  • 10 May 2023 07:03 AM (IST)

    ২২৪টি বিধানসভা আসনে ভোট গ্রহণ

    কর্নাটক বিধানসভা নির্বাচন আজ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। মোট ২২৪টি আসনে ভোট গ্রহণ হবে।

Published On - May 10,2023 7:01 AM

Follow Us: