AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KMC Election Result 2021: গুটিকয়েক ভোটের জন্য বামেদের হাতছাড়া হল যে সব ওয়ার্ড

KMC Election Result 2021: পুরভোটে হাল অনেকটাই শুধরেছে বামেদের। এবারের নির্বাচনে ১২৮ টি আসনে প্রার্থী দিয়েছিল বামেরা। তার মধ্যে ৬৬ টি ওয়ার্ডেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

KMC Election Result 2021: গুটিকয়েক ভোটের জন্য বামেদের হাতছাড়া হল যে সব ওয়ার্ড
কয়েকটি ভোটের জন্য হার হয়েছে একাধিক ওয়ার্ডে
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 1:17 PM
Share

কলকাতা :  বিধানসভা নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বামেরা। কংগ্রেসের সঙ্গে জোট করার পরও একটিও আসন পায়নি সিপিএম। পরে উপ নির্বাচনে দেখা যায় ভোট শতাংশ কিছুটা বেড়েছে। আর পুরভোটে যে ফলাফল সামনে এল, তাতে আরও কিছুটা অক্সিজেন পেল বাম শিবির। ফলাফল অনুযায়ী, দুটি ওয়ার্ডে জয়ী হয়েছেন বাম প্রার্থী। কিন্তু, একাধিক ওয়ার্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। ভোট শতাংশের বিচারেও বামেদের ফল আশার আলো দেখাচ্ছে আলিমুদ্দিনে। প্রাপ্ত ভোট ১১ শতাংশেরও বেশি। আর কয়েকটি ওয়ার্ডে দেখা গেল খুব কম ভোটের জন্যই হাতছাড়া হয়েছে জয়।

২১ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থী সুজাতা সাহা মাত্র ৪৪টি ভোটে পরাজিত হয়েছেন, ৯৮ নম্বর ওয়ার্ডে ২৯৪ ভোটে পরাজিত বাম প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তী। আর এক বাম প্রার্থী চয়ন ভট্টাচার্য আর মাত্র ৫৮১ টি ভোট পেলেই জয়ী হতে পারতেন ১১১ নম্বর ওয়ার্ডে, ১২৭ নম্বর ওয়ার্ডে রীনা ভক্ত ৯১৪ ভোটে পরাজিত হয়েছেন, ১২৮ নম্বর ওয়ার্ডে ১০১৯ ভোটে পরাজিত হয়েছেন রত্না রায় মজুমদার।

অন্তত ৬৫ টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। কংগ্রেস দ্বিতীয় স্থানে রয়েছে ১৫ টি আসনে এবং বি়জেপি মোট ৫৪ টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে। ১৪ নম্বর বরোর সাতটি ওয়ার্ডে বামেরা দ্বিতীয় স্থানে রয়েছে।

এ ছাড়া একাধিক ওয়ার্ডে বামেদের ভোটের হারও বেশ ভালো। ১০৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বাম প্রার্থী নন্দিতা রায় আর ৯২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন সিপিআই প্রার্থী মধুচ্ছন্দা দেব। এ ছাড়াও বেশ কয়েকটি ওয়ার্ডে বামেদের ঝুলিতে আসা ভোটের হার অনেকটাই বেশি। ১০ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থী করুণা সেনগুপ্ত পেয়েছেন ৩৫.৬৫ শতাংশ ভোট, ২৬ নম্বর ওয়ার্ডে তাপস প্রামাণিক পেয়েছেন ১৭.৬২ শতাংশ ভোট, ৬৫ নম্বর ওয়ার্ডে অনুলেখা সিনহা পেয়েছেন ১৫.২৯ শতাংশ ভোট, ৬৭ নম্বর ওয়ার্ডে দীপু দাস পেয়েছেন ২৯.০১ শতাংশ ভোট, ৮৮ নম্বর ওয়ার্ডে কার্তিক মন্ডল পেয়েছেন ১৬. ৫৫ শতাংশ ভোট, ৭৫ নম্বর ওয়ার্ডে ফৈয়াজ আহমেদ খানের প্রাপ্ত ভোট ২২.৩৫ শতাংশ।

৮৯ নম্বর ওয়ার্ডে ডা. সলিল চৌধুরী পেয়েছেন ২০.৪৬ শতাংশ ভোট, ৯১ নম্বর ওয়ার্ডে সুরজিৎ সেনগুপ্তের ঝুলিতে ২৮.৫৬ শতাংশ ভোট, ৯৩ নম্বর ওয়ার্ডে গোপা রায়চৌধুরী পেয়েছেন ১৫.২৫ শতাংশ ভোট, ৯৫ নম্বর ওয়ার্ডে অন্বেষা ভৌমিক পেয়েছেন ২০.৬৯ শতাংশ ভোট, ৯৬ নম্বর ওয়ার্ডে দীপালি গোস্বামী পেয়েছেন ২৮.০৬ শতাংশ ভোট, ৯৭ নম্বর ওয়ার্ডে সুশান্ত পাল পেয়েছেন ১৬.০৩ শতাংশ ভোট, ৯৯ নম্বর ওয়ার্ডে শিখা মুখোপাধ্যায় পেয়েছেন ৩১. ৪৩ শতাংশ ভোট। এ ছাড়াও ভোট শতাংশের বিচারে ভালো ফল করেছেন মীরা ঘোষ, তনুশ্রী মন্ডল, মোহিত কুমার ভট্টাচার্য, ভাস্বতী গঙ্গোপাধ্যায়, নমিতা দত্ত, দীপঙ্কর মন্ডল সহ বেশ কয়েকজন বাম প্রার্থী।

আরও পড়ুন : Ward wise Result 2021: কোন ওয়ার্ড কে নিল? এক নজরে ওয়ার্ড ভিত্তিক ফলাফল